ছাত্রদল নেত্রীকে ধর্ষণ ও হত্যার ভয়াবহ হুমকি
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল নওরীন উর্মি (Jannatul Nowrin Urmi) ফেসবুকে ধর্ষণ ও হত্যার ভয়াবহ হুমকি পেয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) রাতে তাঁর ফেসবুক ইনবক্সে একাধিক বার্তায় তাকে ধর্ষণের পর হত্যা করে ‘৩০০ ফিট সড়কে নগ্ন ডেডবডি ফেলে রাখার’ হুমকি দেওয়া হয়।
এনসিপি নেতাদের সমালোচনার পর শুরু হয় হুমকি
জানা যায়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (National Citizen Party – NCP)-র কেন্দ্রীয় ও বরিশাল মহানগর নেতাদের কিছু সাম্প্রতিক বিতর্কিত ঘটনার সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেন উর্মি। ওই পোস্ট দেওয়ার পর থেকেই বিভিন্ন ফেসবুক আইডি থেকে ইনবক্স ও কমেন্টে ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করা হয়।
‘সজীব সরদার’ ও ‘মোহন হোসেন রিজন’-এর ভয়ানক ভাষা ও হুমকি
শুক্রবার পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। ‘সজীব সরকার’ এবং ‘মোহন হোসেন রিজওয়ান’ নামের দুটি আইডি থেকে অশ্রাব্য ভাষায় গালাগালির পাশাপাশি ধর্ষণের হুমকি দেওয়া হয়।
উর্মির দাবি, ‘সজীব সরদার (Sajib Sardar)’ হলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (Patuakhali Science and Technology University)-এর এনসিপি নেতা এবং ইনভায়রনমেন্ট ও ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী। অন্যদিকে, মোহন হোসেন রিজনের ফেসবুক প্রোফাইলে থাকা তথ্য অনুযায়ী তিনিও এনসিপির সঙ্গে সম্পৃক্ত।
উর্মির পাল্টা প্রতিবাদ, পোস্টে শেয়ার করলেন স্ক্রিনশট
এই ঘটনার পর উর্মি ফের একটি পোস্টে বিস্তারিত তুলে ধরেন এবং স্ক্রিনশট শেয়ার করে লেখেন, “এই হল NCP আপনাদের দেশের জন্য কাজ করা ও নতুন বন্দোবস্ত!! প্রোফাইল লক করে মানুষকে গালি দিচ্ছেন বাহ্… দেশের নারী-শিশু, স্বাধীন মত প্রকাশ যদি আপনাদের হাতে নিরাপদ থাকে, তাহলে এই তার নমুনা!”
অভিযুক্তের স্বীকারোক্তি
সজীব সরদার এ বিষয়ে বলেন, “উর্মি আপু এনসিপির হাসনাত ও সারজিস ভাইয়ের সমালোচনা করে অনেক আজেবাজে কথা লিখেছে। এটা দেখে আমার খুব খারাপ লেগেছে, রাগও পেয়েছিল। পরে আমি কমেন্ট করেছি, কিন্তু বুঝতে পারি এটা ঠিক হয়নি—কমেন্টটা পরে ডিলিট করে দিয়েছি।”
অন্যদিকে, মোহন হোসেন রিজনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তাঁর ইনবক্সে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।
ভয়ংকর হুমকি: ৩ দিন ধর্ষণ ও ৩০০ ফিটে ডেডবডি ফেলে রাখার বার্তা
সবচেয়ে ভয়াবহ হুমকি আসে ‘রাফি আহমেদ (Rafi Ahmed)’ নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে। ইনবক্সে পাঠানো মেসেজে লেখা হয়, “রাস্তা থেকে তুলে নিয়ে টানা তিন দিন ধর্ষণ করার পর নগ্ন ডেডবডি ৩০০ ফিট রাস্তায় ফেলে রাখা হবে।” উর্মি এই বার্তার স্ক্রিনশট ফেসবুকে পোস্ট করেন। যদিও পরে অনুসন্ধানে দেখা গেছে, স্ক্রিনশট প্রকাশের পরই রাফি আহমেদের আইডিটি ডিঅ্যাক্টিভ করে ফেলা হয়।
উর্মির বক্তব্য: “এটি সীমা ছাড়িয়েছে”
উর্মি বলেন, “নারীরা সব সময়ই অনলাইনে ও অফলাইনে বুলিংয়ের শিকার হয়। কিন্তু এই ঘটনা অত্যন্ত জঘন্য এবং সীমা ছাড়িয়েছে। ছাত্রলীগ আমার ওপর যে নির্মমতা চালিয়েছে, সেটাকে জাস্টিফাই করতে গিয়ে এই হুমকি আরও নোংরা রূপ নিয়েছে।”
তিনি আরও বলেন, “আমার বক্তব্যের সঙ্গে একমত না-ই হতে পারে। কিন্তু রাজনৈতিক সমালোচনা রাজনীতির মাধ্যমেই মোকাবিলা করা উচিত। আমরা এমন আচরণ চাই না যা মানুষের রাজনীতির প্রতি আস্থা নষ্ট করে।”