বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেফতার

ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে হত্যা মামলায় গ্রেফতার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ (Turin Afroz)–কে বৈষম্যবিরোধী আন্দোলনের একটি হত্যা মামলায় গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা (Uttara West Police Station)।

উত্তরা ৩ নম্বর সেক্টরে অভিযান

জানা গেছে, সোমবার (১ এপ্রিল) রাত ১০টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডে তার নিজ বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান (Md. Hafizur Rahman)।

একাধিক মামলায় অভিযুক্ত

ওসি হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, শুধু উত্তরা পশ্চিম থানাতেই নয়, নীলফামারী (Nilphamari) জেলাতেও ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের জন্য রাত ১০টা থেকেই অভিযান শুরু করা হয় এবং রাত ১১টার দিকে অভিযান শেষ হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *