আদালতে শুনানিকালে কাঠগড়ায় থাকা জ্যাকবের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত শমী কায়সার

আদালতের আদেশে গ্রেপ্তার দেখানো হলো অভিনেত্রী শমী কায়সারকে

উত্তরার আজমপুরে গুলিবিদ্ধ হয়ে আহত টঙ্গী সরকারি কলেজের শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফ (Zubayer Hasan Yusuf) হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সার (Shomi Kaiser)–কে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (আজ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম. ফারহান ইশতিয়াক (Metropolitan Magistrate G.M. Farhan Ishtiak)-এর আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।

কাঠগড়ায় জ্যাকব, পাশে হাস্যোজ্জ্বল শমী কায়সার

শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন শমী কায়সার। এ সময় তিনি সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব (Abdullah Al Islam Jakob)-এর সঙ্গে খোশগল্পে মেতে উঠেন। কাঠগড়ায় থাকা জ্যাকবের সঙ্গে আলোচনারত অবস্থায় তাদের হাস্যোজ্জ্বল মুখাবয়ব আদালতের ভেতরে উপস্থিতদের নজর কাড়ে।

আন্দোলনের মিছিলে গুলিবিদ্ধ হন জুবায়ের

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে গত ৪ আগস্ট টঙ্গী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফ উত্তরা পূর্ব থানাধীন আজমপুর এলাকায় একটি মিছিলে অংশ নেন। দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে মিছিলটি আজমপুরে পৌঁছালে অভিযুক্তদের ছোড়া গুলি তার বাম কাঁধে লাগে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং পরে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

মামলা দায়ের ও গ্রেপ্তার

পরবর্তীতে ২২ আগস্ট ভুক্তভোগী জুবায়ের হাসান ইউসুফ উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় তিনি ১১ জনকে নামীয় ও ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে অভিযুক্ত করেন। মামলার অন্যতম সন্দেহভাজন হিসেবে উঠে আসে শমী কায়সারের নাম।

এরপর ৫ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে শমী কায়সারকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার পরবর্তী সময়ে তিনি কারাগারে রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *