দিনাজপুর শহরের এক গলিপথেই শেষ হলো গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার কবিরের আত্মগোপনের পর্ব। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে শহরের ঈদগাহ বস্তি এলাকার দীবা গার্ডেন নামে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বাড়িটি তার বোন আফরোজা পারভীন কবিরের, যেখানে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান।
শাহ সারওয়ার কবির (Shah Sarwar Kabir) ছিলেন দ্বাদশ জাতীয় সংসদে গাইবান্ধা-২ আসনের একজন স্বতন্ত্র সংসদ সদস্য। এর আগেও তিনি গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন এবং ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
দিনাজপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে শাহ সারওয়ার কবির ঈদগাহ বস্তি এলাকায় আত্মগোপনে রয়েছেন। এরপর রাতেই অভিযানে নামে পুলিশ। একাধিক বাড়িতে তল্লাশি চালিয়ে অবশেষে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন।
দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন (SP Md. Marufat Hussain) বলেন, “শাহ সারওয়ার কবিরের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় বিস্ফোরকদ্রব্য আইনে, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন তিনি। আমরা তাকে গ্রেপ্তার করেছি এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
স্থানীয় মহলে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক অঙ্গনেও গুঞ্জন—দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকা একজন সাবেক সংসদ সদস্যের হঠাৎ গ্রেপ্তার কেবল আইনশৃঙ্খলা নয়, বরং আসন্ন নির্বাচনী পরিস্থিতিকেও কিছুটা প্রভাবিত করতে পারে।