রমজানের আগেই জাতীয় নির্বাচন দাবি জামায়াতের, মার্কিন কূটনীতিকের সঙ্গে বৈঠকে জানালেন আমির

আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী (Bangladesh Jamaat-e-Islami)। রাজধানীর গুলশানে মার্কিন দূতাবাসের ডেপুটি হেড অব মিশনের বাসভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠকে দলটির আমির ডা. শফিকুর রহমান এই দাবি তুলে ধরেছেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক (Nicole Chulick) উপস্থিত ছিলেন।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে অনুষ্ঠিত এই বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের আমির। তিনি জানান, যুক্তরাষ্ট্র জানতে চেয়েছে, তারা (জামায়াত) কখন নির্বাচন প্রত্যাশা করছে। উত্তরে শফিকুর রহমান বলেন, “সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন ডিসেম্বর ২০২৪ অথবা জুন ২০২৫-এর মধ্যে হবে। আমরা জানতে চেয়েছি, এই কমিটমেন্ট আদৌ ঠিক আছে কি না।”

তিনি বলেন, “আমরা জুন পর্যন্ত অপেক্ষা করতে চাই না। তখন দেশে বর্ষা, ঝড়, প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা থাকে। এতে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হতে পারে। তাই আমরা চাই রমজানের আগেই নির্বাচন সম্পন্ন হোক।”

‘আমরা যদি দায়িত্ব নেই’—জামায়াতের নীতিগত বার্তা

বৈঠকে দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়। জামায়াত আমির জানান, যদি তারা ভবিষ্যতে দেশের দায়িত্ব পায়, তবে তাদের অর্থনৈতিক ও পররাষ্ট্রনীতির ধারা কী হবে, সে বিষয়ে যুক্তরাষ্ট্র জানতে চেয়েছে। এছাড়া অঞ্চলভিত্তিক নিরাপত্তা পরিস্থিতি, সংখ্যালঘু অধিকার, নারীর অধিকার ও শ্রমিক অধিকারের বিষয়েও খোলামেলা আলোচনা হয়েছে বলে জানান তিনি।

এই আলোচনায় জামায়াতের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়, বাংলাদেশে রপ্তানিকৃত পণ্যের ওপর আরোপিত ৩৭ শতাংশ শুল্ক পুনর্বিবেচনা করতে। শফিকুর রহমান বলেন, “আমাদের দেশ একটি গুরুত্বপূর্ণ সময়ে রয়েছে। আমরা আশা করি, মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে প্রয়োজনীয় সহযোগিতা করবে।”

আওয়ামী লীগের বিচার নিয়েও উঠে আসে আলোচনা

জামায়াতের আমির জানান, বৈঠকে আওয়ামী লীগ (Awami League) সম্পর্কেও আলোচনা হয়েছে। তবে সেটা রাজনৈতিক প্রতিশোধমূলক নয়, বরং ‘ন্যায়বিচারের আওতায়’ বিচার সম্পন্ন করার বিষয়ে।

এই বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার (Mia Golam Porwar) উপস্থিত ছিলেন। পুরো আলোচনায় দলটির পক্ষ থেকে স্পষ্টভাবে আগাম নির্বাচন ও যুক্তরাষ্ট্রের সহযোগিতার আহ্বানই সবচেয়ে গুরুত্ব পায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *