চিকিৎসার গন্তব্য ঘিরে ধোঁয়াশা, দিল্লি’র এইমস নাকি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে রয়েছেন শেখ হাসিনা?

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) বর্তমানে কোথায় চিকিৎসাধীন রয়েছেন—এই প্রশ্নে ঘোর অন্ধকার তৈরি হয়েছে সংবাদমাধ্যমে। বিভিন্ন সূত্রে ভিন্ন ভিন্ন দাবি উঠে আসায় জনমনে তৈরি হয়েছে বিভ্রান্তি ও কৌতূহল।

একাধিক সূত্র দাবি করেছে, তিনি দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সেসে (AIIMS) চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, আরেকটি সূত্র বলছে, তাকে নাকি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল (Mount Elizabeth Hospital)–এ দেখা গেছে। যদিও এই তথ্য যাচাই করা সম্ভব হয়নি

গত ৫ই আগস্ট দেশজুড়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হন। সেই সময় থেকেই তার অবস্থান নিয়ে ধোঁয়াশা চলছিল, তবে বেশ কয়েকটি সূত্র জানায়, তিনি দিল্লিতেই অবস্থান করছেন এবং সেখানকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

দিল্লি থেকে এক সংবাদদাতা জানান, সিঙ্গাপুরের খবর সঠিক নয়। শেখ হাসিনা এখনো দিল্লিতেই রয়েছেন এবং কড়া নিরাপত্তার মধ্যে তাকে হাসপাতালে আনা-নেওয়া করা হচ্ছে। ঠিক কোন হাসপাতালে তাকে ভর্তি রাখা হয়েছে, সে বিষয়ে নির্ভরযোগ্য কোনো সরকারি ঘোষণা পাওয়া যায়নি।

৭৮ বছর বয়সী শেখ হাসিনার বিরুদ্ধে বর্তমানে একাধিক মামলার অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সূত্র জানায়, তার বিরুদ্ধে প্রায় আড়াইশ মামলার প্রাথমিক তদন্ত সম্পন্ন হয়েছে, যার মধ্যে রয়েছে হত্যা ও দুর্নীতির অভিযোগও। এ বছরের মধ্যেই তার বিরুদ্ধে চূড়ান্ত বিচার শুরু হতে পারে বলে আভাস মিলেছে সংশ্লিষ্ট সূত্রে।

নতুন সরকার এবং বিচার বিভাগ সূত্রে জানা গেছে, তাকে ঘিরে বেশ কয়েকটি উচ্চ-প্রোফাইল মামলার প্রক্রিয়া ত্বরান্বিত করা হচ্ছে। ফলে চিকিৎসা ছাড়াও তার বর্তমান অবস্থান নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনা ও জল্পনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *