“জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে আওয়ামী লীগের কবর বাংলাদেশে হবে না: ইনকিলাব মঞ্চ”

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুরের রাজপথ। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে রংপুরের কেরামতিয়া মসজিদের সামনে আয়োজিত এক গণসংযোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এক উত্তপ্ত বক্তৃতায় বলেছেন, “জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে আওয়ামী লীগের কবর বাংলাদেশে হবে না।” তার বক্তব্যে স্পষ্ট হয়, এই রাজনৈতিক প্ল্যাটফর্ম বর্তমান সরকার ও আওয়ামী লীগ (Awami League)–এর বিরুদ্ধে ক্রমশই আরও কঠোর অবস্থান নিচ্ছে।

সরকারি সহায়তা ছাড়া আওয়ামী লীগের নির্বাচনী তৎপরতা অসম্ভব বলে দাবি করে হাদি বলেন, “সরকারের একটা অংশের মদদ ছাড়া তারা এককভাবে নির্বাচনী মাঠে দাঁড়ানোর সাহসও পাবে না।”

তিনি আরও বলেন, “জুলাই, পিলখানা ও শাপলা চত্ত্বরের গণহত্যার দৃশ্যমান বিচার না হওয়া পর্যন্ত এই জাতির ঘুম ভাঙবে না। এই হত্যাকাণ্ডের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া কোনো বিকল্প নেই।”

হাদি তার বক্তব্যে আওয়ামী লীগের ভবিষ্যত নিয়েও কটাক্ষ করে বলেন, “তাদের হয় দিল্লি পালাতে হবে, নয়তো তাদের লাশ বঙ্গোপসাগরে ভেসে যাবে।” রাজনৈতিক ভাষ্যকারদের মতে, এ বক্তব্য শুধু রাজনৈতিক মতপ্রকাশ নয়, বরং বিদ্যমান রাজনৈতিক উত্তেজনারই এক রূপ।

এ সময় তিনি আগামী ২৫ এপ্রিল ঢাকার শাহবাগে অনুষ্ঠিতব্য ‘আওয়ামী লীগ নিষিদ্ধের সমাবেশে’ সব দল-মত নির্বিশেষে জনগণকে অংশগ্রহণের আহ্বান জানান। ইনকিলাব মঞ্চের তরফে এই আহ্বান আরও স্পষ্ট করে যে, দেশের রাজনৈতিক ময়দানে বিরোধী কণ্ঠগুলো আরও সংঘবদ্ধ ও আক্রমণাত্মক হয়ে উঠছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *