১৫ দিনের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মোহাম্মদপুরে এনসিপির বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (National Citizen Party)। রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত এক ছোট পরিসরের বিক্ষোভ মিছিল ও সমাবেশে দলটির নেতারা এ দাবি তুলেছেন।

সোমবার (২১ এপ্রিল) বিকেলে মোহাম্মদপুরের টাউন হল সংলগ্ন শহিদ পার্ক মসজিদ চত্বর থেকে একটি মিছিল বের করে এনসিপির বৃহত্তর মোহাম্মদপুর জোন। মিছিলটি আশপাশের কিছু সড়ক ঘুরে টোকিও স্কয়ারে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী সংখ্যা সীমিত হলেও বক্তৃতাগুলো ছিল উচ্চস্বরে ও তীব্র বক্তব্যে ভরা।

সমাবেশে এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন বলেন, “মোহাম্মদপুরে ২০-৩০ জন শহিদ হয়েছে। এখনও তাদের গেজেট প্রকাশ হয়নি, হত্যাকারীরা ধরা পড়েনি। মামলা থাকা সত্ত্বেও আওয়ামী লীগের দোসররা গ্রেফতার এড়িয়ে যাচ্ছে। ছাত্র-জনতাই এই হত্যাকারীদের বিচারের মুখোমুখি করবে।”

কেন্দ্রীয় সংগঠক ইমরান ইমন অভিযোগ করেন, “আওয়ামী লীগ গণহত্যা ও দমন-পীড়নের রাজনীতি করেছে। তাদের হাতে শহিদদের রক্ত। তারা এই দেশে রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে।”

দলের আরেক যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির বলেন, “এই দেশে ছাত্র-জনতা থাকবে, কিন্তু ভারতে ঘেঁষা রাজনীতি বা জঙ্গিবাদের সহচর আওয়ামী লীগের ঠাঁই হবে না। সরকার দলটিকে নিষিদ্ধ না করে বরং রাজনৈতিক পুনর্বাসন করছে।”

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন, সদস্যসচিব সালাউদ্দিন সিফাত, কেন্দ্রীয় সদস্য মনজুর আল হাবিব, শহীদ সৈকতের বাবা মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান জোহান এবং রফিকুল ইসলাম।

মিছিল ও সমাবেশে ‘দালালি না রাজপথ’, ‘আপস না সংগ্রাম’সহ কিছু চেনা স্লোগান শোনা যায়, তবে উপস্থিতি ছিল তুলনামূলকভাবে সীমিত। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এনসিপির এই বক্তব্য মূলত প্রতীকী চাপ প্রয়োগের চেষ্টা, যা রাজনৈতিক বাস্তবতায় কতটা প্রভাব ফেলবে তা এখনো অনিশ্চিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *