সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা এবং স্বাস্থ্য বিষয়ক জনপ্রিয় মুখ ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এ নোটিশে সরকারের কাছে অনলাইন মাধ্যমে এই ধরনের কনটেন্ট প্রচারের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব (Barrister Mohammad Humayun Kabir Pallob) পক্ষ থেকে এই নোটিশটি পাঠানো হয়। এর পেছনে উদ্যোগ নিয়েছে জনস্বার্থে কাজ করা সংগঠন ‘ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন’।
নোটিশে বলা হয়, ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকি—এই সব জনপ্রিয় প্ল্যাটফর্মে ডা. তাসনিম জারা ও ডা. জাহাঙ্গীর কবির (Dr. Jahangir Kabir) যৌন উত্তেজক ওষুধ ও সামগ্রী প্রচার করে চলেছেন, যা সমাজে অশ্লীলতার প্রসার ঘটাচ্ছে এবং পারিবারিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করছে। পরামর্শ দেওয়ার নামে তৈরি করা ভিডিও এবং ছবি সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
নোটিশে আরও বলা হয়, বাংলাদেশে বেশ কিছু জনপ্রিয় সেলিব্রেটি এবং শোবিজ সংশ্লিষ্ট তারকারাও নিজেদের ফেসবুক পেজ ও অ্যাকাউন্টে অর্থের বিনিময়ে বিভিন্ন অশ্লীল কনটেন্ট প্রমোট করছেন। তাদের এই ধরনের কার্যকলাপের ফলে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে এবং সামাজিক অবক্ষয়ের শঙ্কা বাড়ছে।
এই অবস্থায় সরকারের কাছে দাবি জানানো হয়েছে, অনলাইন প্ল্যাটফর্মে থাকা সমস্ত অশ্লীল ও পর্নোগ্রাফিক ভিডিও, বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধে অবিলম্বে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় ‘ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন’ জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করে ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে নোটিশে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।