“১৭ বছর আমরা গাছের গোড়ায় পানি দিয়েছি, আর এখন আপনারা ফল খাচ্ছেন”

“১৭ বছর আমরা গাছের গোড়ায় পানি দিয়েছি, আর এখন আপনারা ফল খাচ্ছেন”—এমন মন্তব্য করে সমসাময়িক রাজনৈতিক বাস্তবতায় তরুণ প্রজন্মের সমালোচনার জবাব দিলেন মির্জা আব্বাস (Mirza Abbas)। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের (Jatiyatabadi Sramik Dal) উদ্যোগে আয়োজিত এক শ্রমিক সমাবেশে এ বক্তব্য দেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।

সমাবেশে মির্জা আব্বাস বলেন, “আমি অবাক হই, কিছু কিছু ছেলে বলে—১৭ বছরে আপনারা কী করেছেন? আমরা গাছের গোড়ায় পানি ঢেলে তা নরম করেছি। সেই গাছের আগায় এখন আপনারাই বসে ফল খাচ্ছেন। অথচ বলছেন, বিএনপি কিছুই করেনি! এ ধরনের মন্তব্য যারা করে, তারা আসলে সত্য গোপন করে এবং বিএনপিকে কোনো কৃতিত্ব দিতে চায় না।”

তিনি আরও বলেন, “১৭ বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মী জেলে গেছেন, নির্যাতিত হয়েছেন। তারেক রহমান (Tarique Rahman) নিজেও জেলে ছিলেন। এই ইতিহাস উপেক্ষা করে কিছু মানুষ নিজেদের ক্রেডিট নিতে গিয়ে সত্যকে বিকৃত করছে।”

মির্জা আব্বাস সতর্ক করেন, “আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করছি ঠিকই, কিন্তু সেই লড়াইয়ে আমরা নিজেরাই ফ্যাসিস্ট হয়ে যাচ্ছি কি না, সেটাও দেখতে হবে। কারণ, ইতিহাস জানে, যারা একচেটিয়া কৃতিত্ব দাবি করে তারা দেশকে ধ্বংস করে ফেলে।”

রাজনৈতিক অনৈক্যের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “একেকজন একেক কথা বলছে। কেউ কারও কথা মানছে না। এই অনৈক্য দেশটাকে শেষ করে দেবে। সামনে আমাদের জন্য ভয়াবহ সময় অপেক্ষা করছে।”

জাতিসংঘের তত্ত্বাবধানে মিয়ানমার (Myanmar) এর রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পাঠানোর জন্য বাংলাদেশের ওপর করিডর ব্যবহারের প্রস্তাব নিয়েও উদ্বেগ জানান মির্জা আব্বাস। তিনি বলেন, “মানবিক করিডর দিতে গিয়ে পৃথিবীর বহু দেশ ধ্বংস হয়ে গেছে। এই বিষয়ে অতীত থেকে শিক্ষা নেওয়া জরুরি।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)। আরও বক্তব্য দেন গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ দলের অন্যান্য শীর্ষ নেতারা।

মে দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশ রাজনৈতিক বার্তার পাশাপাশি দলীয় ঐক্য, অতীত ত্যাগের স্বীকৃতি এবং ভবিষ্যতের জন্য সতর্কতার বার্তাও বহন করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *