বর্তমান সরকারের প্রতি কড়া সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের (GM Quader) বলেছেন, “সরকারপ্রধান হিসেবে আপনার ওপর আমাদের কোনো আস্থা নেই। আপনি যদি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে না পারেন, তবে দয়া করে বিদায় নিন।” মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
জাতীয় শ্রমিক পার্টি (Jatiyo Sramik Party) আয়োজিত এই সভায় জি এম কাদের বলেন, “সরকার মববাজি আর ক্ষমতার অপব্যবহার করে দেশের সাধারণ মানুষের ওপর জুলুম চালাচ্ছে। এটি কোনোভাবেই সহ্য করা হবে না। জনগণের দাবি উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা ব্যর্থ হবেই।”
তিনি বলেন, “সাংবাদিকরা রাজনীতিবিদদের প্রশ্ন করবেই—এটা স্বাভাবিক। অথচ আজকাল দেখা যায়, প্রশ্ন করলে সাংবাদিকদের চাকরি চলে যায়, টেলিভিশন চ্যানেল বন্ধ হয়ে যায়। এ ধরনের কালচার আমরা চাই না। এক ফ্যাসিবাদ বিদায় করে আরেক ফ্যাসিবাদকে জায়গা করে দিতে পারি না। আমরা এই নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নেব।”
আলোচনায় তিনি প্রধানমন্ত্রী হিসেবে ড. ইউনূস (Dr. Muhammad Yunus)-এর ওপর আস্থা নেই বলেও জানান। তিনি বলেন, “এই তথাকথিত সংস্কার কার্যত বাস্তবায়নযোগ্য নয়। তারা নতুন দল করলেও চালাচ্ছে পুরনো রীতি—চাঁদাবাজি আর শোডাউনের রাজনীতি। এটি কাকের গায়ে ময়ূরের পালক লাগানোর মতোই ভাঁওতাবাজি।”
জি এম কাদের সমাবেশে সরাসরি বলেন, “যেহেতু আপনারা একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দিতে পারছেন না, জনগণকে সঙ্গে নিয়ে সামনে এগোতে পারছেন না, দয়া করে বিদায় নিন। এটাই হবে দেশের ও জাতির জন্য কল্যাণকর সিদ্ধান্ত।”
সভায় জাতীয় পার্টির নেতাকর্মীরা সরকারের সমালোচনায় একাত্মতা প্রকাশ করেন এবং একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান।