জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আবু হানিফ (Abu Hanif), গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক। আজ শনিবার (৩ মে) নিজের ফেসবুক পোস্টে তিনি নাহিদ ইসলামের উদ্দেশে কঠোর সমালোচনা করে বলেন, সরকারে ৬ মাস থাকার পরও নাহিদ কেন আওয়ামী লীগের বিচার করতে পারেননি, তা স্পষ্ট করা দরকার।
আবু হানিফ তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘‘আওয়ামী লীগের বিচারের দাবিতে এনসিপির সমাবেশকে আমি ইতিবাচকভাবে দেখি। সব রাজনৈতিক দলকেই এই দাবিতে সোচ্চার হওয়া উচিত। তবে নাহিদ ইসলামকে একটা বিষয় পরিষ্কার করতে হবে—তিনি যখন সরকারে ছিলেন, তখন কেন আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলেন না? কিংবা যদি কোনো উদ্যোগ নিয়ে থাকেন, তবে তা বাস্তবায়ন হলো না কেন?’’
তিনি আরও বলেন, ‘‘এই প্রশ্নের জবাব না দিলে এখন এনসিপির আওয়ামী লীগবিরোধী আন্দোলন জনগণের চোখে নিছক রাজনৈতিক অবস্থান তৈরির কৌশল হিসেবে ধরা পড়বে।’’
পোস্টের এক পর্যায়ে হানিফ আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগও আনেন। তিনি লেখেন, ‘‘আওয়ামী লীগ জুলাইয়ের গণঅভ্যুত্থানে যে গণহত্যা চালিয়েছে, তার জন্য দলটির রাজনীতি করার কোনো অধিকার নেই। এই ঘটনায় জড়িত নেতাদের বিচারের পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত।’’
নাহিদ ইসলাম নেতৃত্বাধীন এনসিপি সম্প্রতি আওয়ামী লীগের বিচার দাবিতে রাজপথে সক্রিয় হয়েছে। তবে নাহিদ ইসলাম সরকারের অংশ হিসেবে ছয় মাস দায়িত্ব পালনের পর এমন রাজনৈতিক অবস্থান নেওয়ায়, অনেকেই তা ‘বিলম্বিত বোধোদয়’ হিসেবে দেখছেন। এই পরিপ্রেক্ষিতে আবু হানিফের প্রশ্ন সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।