অন্তর্বর্তী সরকারকে সংস্কারের নামে দীর্ঘায়িত করার সুযোগ নেই: ড. আব্দুল মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান (Dr. Abdul Moyeen Khan) স্পষ্ট করে জানিয়েছেন, “সংস্কারের দোহাই দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই।” তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার মানেই স্বল্পমেয়াদী দায়িত্বশীল একটি প্রশাসনিক কাঠামো—এটি কখনোই স্থায়ী হতে পারে না।

গতকাল শনিবার (৩ মে) সন্ধ্যায় নরসিংদীর পলাশ বাসস্ট্যান্ডে জাতীয়তাবাদী শ্রমিকদলের পলাশ-ঘোড়াশাল শিল্পাঞ্চল আঞ্চলিক কমিটির আয়োজিত মে দিবসের শ্রমিক-জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. মঈন খান এসব কথা বলেন।

তিনি বলেন, “১৮ কোটি মানুষের যে আস্থা এই সরকারের ওপর দেওয়া হয়েছে, সেই আস্থার মর্যাদা দিতে হবে। এই সরকারকে জনগণের মৌলিক অধিকার—ভোটাধিকার, বেঁচে থাকার অধিকার, অর্থনৈতিক অধিকার এবং মানবাধিকার নিশ্চিত করতেই হবে। আর সে কাজ করতে হলে রাষ্ট্র কাঠামোরও ব্যাপক সংস্কার প্রয়োজন।”

ড. মঈন খান উল্লেখ করেন, এই সংস্কারের বিষয়ে বিএনপি অনেক আগেই, ২০২২ সালের ১৯ ডিসেম্বর, ২৬ দফা সংস্কারের প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করে। এরপর ২০২৩ সালের ৫ আগস্টের ‘বিপ্লবের’ অনেক আগেই—জুলাই মাসে—বিএনপি ও সমমনা গণতান্ত্রিক দলগুলো মিলে ৩১ দফা সংস্কার দাবি তোলে।

“আমরা যখন এসব সংস্কারের কথা বলি, তখন অনেকেই সাহস পাননি। আজ সেই সংস্কারকেই হাতিয়ার বানিয়ে কিছু মহল সরকারকে টিকিয়ে রাখতে চায়। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই—বিএনপি সংস্কার করেছে, বিএনপি ভবিষ্যতেও করবে। তবে সেটা অন্তর্বর্তী সরকারের দীর্ঘায়নের পক্ষে নয়। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি স্থবির নয়,”—জোর দিয়ে বলেন মঈন খান।

জাতীয়তাবাদী শ্রমিক দলের পলাশ-ঘোড়াশাল শিল্পাঞ্চল আঞ্চলিক কমিটির সভাপতি আলামিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সহ-সভাপতি আওলাদ হোসেন জনি, অ্যাডভোকেট কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূঁইয়া সোহেল।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলম মোল্লা, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *