বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (Khaleda Zia) লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছেছেন। বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁর লন্ডন অধ্যায়ের ইতি ঘটে। এর আগে, সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাঁর ছেলে তারেক রহমান (Tarique Rahman) নিজেই গাড়ি চালিয়ে মাকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান (Zubaida Rahman)।
হিথরোতে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর, লন্ডনের স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে খালেদা জিয়া ঢাকার উদ্দেশে রওনা হবেন। তাঁকে বহন করবে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপহার দেওয়া ‘এয়ার অ্যাম্বুলেন্স’। প্রায় চার মাস আগে উন্নত চিকিৎসার জন্য যাত্রা করেছিলেন এই একই বাহনে, আর এবার সুস্থ হয়ে ফিরছেন তার বুকে লাল-সবুজের পতাকা নিয়ে।
আগামীকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে খালেদা জিয়ার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। তাঁকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। লন্ডনে তাঁর চিকিৎসা ও পুনর্বাসন পর্বের সমাপ্তি ঘটার সঙ্গে সঙ্গে ঢাকায় নতুন করে শুরু হবে রাজনৈতিক আবহ।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া রওনা হন কাতারের আমিরের পাঠানো রাজকীয় ‘এয়ার অ্যাম্বুলেন্সে’ করে। চার মাস পর একই আকাশপথে তিনি ফিরে আসছেন—যার মধ্যে মিশে আছে চিকিৎসার সফলতা, পরিবারের নিরলস প্রচেষ্টা এবং একটি জাতির নিবিড় অপেক্ষা।