ঘুষ, দুর্নীতি ও অনিয়মেয়ে অভিযোগ সরাসরি জানানোর আসিফের আহ্বানে সারা দিয়ে ৯০৯ তো ইমেইল

ঘুষ, দুর্নীতি ও অনিয়ম সম্পর্কিত অভিযোগ ও পরামর্শ পাঠাতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (Asif Mahmud Sajib Bhuiyan), স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। তার আহ্বানে সাড়া দিয়ে ১৯ এপ্রিল থেকে ১১ মে দুপুর ১২:৪৫ পর্যন্ত মোট ৯০৯টি ইমেইল পাঠিয়েছেন নাগরিকরা।

প্রাথমিক বিশ্লেষণ

উপদেষ্টার ফেসবুক পোস্ট অনুযায়ী, প্রাথমিকভাবে ৪০০টি ইমেইল পর্যালোচনা করে ১২৮টি আমলযোগ্য অভিযোগ ও পরামর্শ শনাক্ত করা হয়েছে। সবচেয়ে বেশি অভিযোগ এসেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত।

মন্ত্রণালয়ভিত্তিক অভিযোগের পরিসংখ্যান

  • স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (Ministry of Local Government, Rural Development and Cooperatives): ৪৪টি
  • যুব ও ক্রীড়া মন্ত্রণালয় (Ministry of Youth and Sports): ৪টি
  • স্বরাষ্ট্র মন্ত্রণালয় (Ministry of Home Affairs): ৩২টি
  • ভূমি মন্ত্রণালয় (Ministry of Land): ১৬টি
  • বাংলাদেশ নির্বাচন কমিশন (Bangladesh Election Commission): ৮টি
  • স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় (Ministry of Health and Family Welfare): ৬টি
  • আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় (Ministry of Law, Justice and Parliamentary Affairs): ৫টি
  • রেলপথ মন্ত্রণালয় (Ministry of Railways): ৫টি
  • পানি সম্পদ মন্ত্রণালয় (Ministry of Water Resources): ২টি
  • সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় (Ministry of Road Transport and Bridges): ৪টি
  • প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় (Ministry of Expatriates’ Welfare and Overseas Employment): ৩টি
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় (Ministry of Power, Energy and Mineral Resources): ২টি
  • শিক্ষা মন্ত্রণালয় (Ministry of Education): ২টি
  • বাণিজ্য মন্ত্রণালয় (Ministry of Commerce): ২টি

এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয় (Ministry of Defence), প্রধান উপদেষ্টার কার্যালয় (Office of the Chief Adviser), সরকারি কর্ম কমিশন (Public Service Commission), গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় (Ministry of Housing and Public Works), ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় (Ministry of Posts, Telecommunications and Information Technology), পররাষ্ট্র মন্ত্রণালয় (Ministry of Foreign Affairs), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় (Ministry of Fisheries and Livestock), অর্থ মন্ত্রণালয় (Ministry of Finance) এবং দুর্নীতি দমন কমিশন (Anti-Corruption Commission) সম্পর্কিত প্রতিটি মন্ত্রণালয় বা দপ্তর থেকে ১টি করে অভিযোগ ও পরামর্শ এসেছে।

উল্লেখযোগ্যভাবে, ১৭টি অভিযোগ ও পরামর্শ একাধিক মন্ত্রণালয় বা দপ্তরের সাথে সংশ্লিষ্ট।

পরবর্তী কার্যক্রম

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ইতোমধ্যেই তাদের অধীনে থাকা অভিযোগগুলোর নিষ্পত্তিতে কার্যক্রম শুরু করেছে। অন্য মন্ত্রণালয় ও দপ্তরের বিষয়গুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কাজ চলছে। এছাড়া বাকি ইমেইলসমূহের পর্যালোচনাও অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *