আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান (Shajahan Khan) বলেছেন, সুযোগ পেলে তিনি আবারও নির্বাচন করবেন। বুধবার (১৪ মে) ঢাকার একটি আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় তাকে নতুন করে গ্রেফতার দেখানোর শুনানি শেষে আদালতের এজলাস থেকে নামার মুহূর্তে এই বক্তব্য দেন তিনি।
আদালতে এদিন যাত্রাবাড়ী থানা (Jatrabari Police Station) এলাকার একটি মামলায় শাজাহান খানকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান। মামলার তদন্ত কর্মকর্তা থেকে আসা আবেদনের পরিপ্রেক্ষিতেই এই আদেশ দেওয়া হয়।
এজলাস থেকে নামার সময় শাজাহান খান বলেন, ‘ড. ইউনূস (Dr. Yunus) জামায়াতের সঙ্গে অবৈধ প্রেম করে টিকে আছেন। এই প্রেম বেশিদিন টিকবে না।’ বক্তব্যে ছিল কটাক্ষ, ছিল ক্ষোভ। পরে তিনি সাংবাদিকদের উদ্দেশে আরও বলেন, ‘আগে সাংবাদিকদের স্বাধীনতা অর্জন করতে হবে। তোমরা লিখতেও পারো না, দেখাতেও পারো না।’
এ সময় এক সাংবাদিকের প্রশ্ন ছিল, ‘আপনার দল তো নিষিদ্ধ (কার্যক্রম), তাহলে নির্বাচন করবেন কীভাবে?’ উত্তরে শাজাহান খান আত্মবিশ্বাসের সুরে বলেন, ‘নির্বাচনের সুযোগ যখন পাবো, তখন ইনশাআল্লাহ করবো। আওয়ামী লীগ (Awami League) ফিনিক্স পাখির মতো—ধ্বংস করা যায় না।’
এরপর আদালতের প্রক্রিয়া শেষ হলে তাকে ধীরে ধীরে হাজতখানায় নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, গত বছরের ৬ সেপ্টেম্বর রাতের দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার হন শাজাহান খান। গ্রেফতারের পর তাকে একাধিক দফায় রিমান্ডে নেওয়া হয়। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।