বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ দ্রুত ও সুষ্ঠু জাতীয় নির্বাচন বলে মন্তব্য করেছেন ড. আব্দুল মঈন খান (Dr. Abdul Moyeen Khan)। তিনি বলেন, “গণতন্ত্রের জন্যই আমরা একসময় পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলাম। এখন সেই গণতন্ত্র হুমকির মুখে।”
শনিবার (১৭ মে) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (Ziaur Rahman)-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য এ মন্তব্য করেন।
জাতীয়তাবাদী বাউল দলের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, “স্বাধীনতার পর ১৯৭১ সালে যারা গণতন্ত্রের পরিবর্তে একদলীয় শাসনব্যবস্থা ‘বাকশাল’ কায়েম করেছিল, তারাই বারবার জনগণের মতামতকে অগ্রাহ্য করেছে। কিন্তু ইতিহাস বলে, জনগণের ওপর জোর খাটিয়ে কেউ টিকে থাকতে পারে না। ২০২৪ সালে ছাত্র ও জনতার যৌথ আন্দোলনে তাদের পতনই তার প্রমাণ।”
বিএনপি (BNP) নেতার ভাষ্য অনুযায়ী, দলটি কোনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বরং সব গণতন্ত্রকামী মানুষকে একত্রিত করে দেশের ভবিষ্যৎ গড়ে তুলতেই বিএনপির প্রত্যয়।
তিনি বলেন, “আমরা চাই জনগণের অধিকার ফিরিয়ে দিতে, চাই একটি অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ। এজন্য দরকার অবাধ ও নিরপেক্ষ নির্বাচন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী বাউল দলের সভাপতি রফিকুল ইসলাম তুহিন, জাতীয়তাবাদী তাঁতী দলের যুগ্ম মহাসচিব ড. কাজী মনির (Dr. Kazi Monir), ও বিএনপির অন্যান্য কেন্দ্রীয় নেতারা।