বাংলাদেশে অবস্থানরত অবৈধ ভারতীয় নাগরিকদের পুশব্যাকের পথ ধরবে না সরকার—এমনই স্পষ্ট বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (Lt. Gen. [Retd.] Md. Jahangir Alam Chowdhury)। তিনি জানান, এ ধরনের বিদেশি নাগরিকদের সুশৃঙ্খল ও প্রক্রিয়াগত চ্যানেলের মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠানো হবে।
শনিবার (১৭ মে) সুন্দরবনের গভীরে স্থাপিত বিজিবির নতুন ‘বয়েসিং ভাসমান বিওপি’ (ফ্লোটিং বর্ডার আউটপোস্ট) উদ্বোধনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আমরা ভারতের মতো করে পুশব্যাকে বিশ্বাস করি না। কেউ যদি অবৈধভাবে থাকে, তাকে যথাযথ চ্যানেলের মাধ্যমে ফেরত পাঠানোই আমাদের নীতিগত অবস্থান।”
এ বক্তব্যের পেছনে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য বজায় রাখার প্রয়াসও স্পষ্ট। সীমান্ত পরিস্থিতি এবং পারস্পরিক কূটনৈতিক সংবেদনশীলতা বিবেচনায় নিয়ে বাংলাদেশ সরকার মানবিক ও দায়িত্বশীল অবস্থান নিচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, বিজিবির ‘বয়েসিং ভাসমান বিওপি’ হলো এমন একটি নজরদারিমূলক কাঠামো, যা জলপথে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষভাবে তৈরি। এ ধরনের উদ্যোগ সীমান্ত নিরাপত্তায় নতুন মাত্রা যোগ করবে বলেও জানান তিনি।