মাদারগঞ্জে সমবায় কেলেঙ্কারি: জামায়াত নেতাদের গলায় জুতার মালা পরিয়ে আটক

জামালপুরের মাদারগঞ্জে চাঞ্চল্যকর ঘটনায় স্থানীয়রা জামায়াতে ইসলামীর দুই নেতাকে আটক করে গলায় জুতার মালা পরিয়ে রেখেছে। অভিযোগ, তারা একটি সমবায় সমিতির মালামাল গোপনে সরানোর চেষ্টা করছিলেন।

শনিবার (১৭ মে) দিবাগত রাতে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারে ‘আল আকাবা সমবায় সমিতি’ পরিচালিত ‘ওয়ান এ’ নামের রেডিমেড পোশাক দোকান থেকে মাল সরানোর সময় জনতা তাদের ধরে ফেলে। পরে উত্তেজিত জনতা দুইজনকে দোকানের ভেতরে বেঁধে ফেলে এবং গলায় জুতার মালা ঝুলিয়ে দেয়। এই দৃশ্যের ভিডিও ও ছবি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আটক হওয়া দুইজনের মধ্যে একজন হলেন মোকাদ্দেস হোসেন (Mokaddes Hossain), যিনি জামালপুর শহর জামায়াতের আমীর হিসেবে পরিচিত। অপরজন তার সহযোগী বলে জানা গেছে। মোকাদ্দেস হোসেন দাবি করেন, দোকানে তার অংশীদারিত্ব রয়েছে, তাই মাল সরানোকে তিনি স্বাভাবিক হিসেবেই দেখছেন।

তবে স্থানীয়দের দাবি ভিন্ন। সমবায় সমিতির গ্রাহক রকিবুল ইসলাম আ. রহিম বলেন, “রাতের আঁধারে লাখ টাকার মালামাল সরানো হচ্ছিল। খবর পেয়ে আমরা ছুটে যাই এবং তাদের হাতেনাতে ধরি।”

আরেক গ্রাহক আজাহারুল ইসলাম জানান, ‘আল আকাবা সমবায় সমিতি’ প্রায় ৭০০ কোটি টাকার আমানত নিয়ে আত্মসাৎ করেছে। কয়েক হাজার গ্রাহকের টাকা ফেরত না দিয়ে সমিতির কর্তাব্যক্তিরা পালিয়েছে। তিনি বলেন, “উচ্চ সুদের লোভ দেখিয়ে তারা গ্রামের সহজ-সরল মানুষদের কাছ থেকে টাকা তুলেছে। প্রায় এক বছর আগে থেকেই তারা অফিস বন্ধ করে গা ঢাকা দেয়।”

স্থানীয়দের অভিযোগ, জামায়াত সংশ্লিষ্ট এই নেতারা সমবায় কেলেঙ্কারির সঙ্গে যুক্ত এবং তারা এখন আলামত গায়েব করার চেষ্টা করছেন।

মাদারগঞ্জ থানার ওসি হাসান আল মামুন বলেন, “তাদের থানায় সোপর্দ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার বিষয়ে জামায়াত নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *