বৈষম্যবিরোধী আন্দোলনে দায়েরকৃত হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়া (Nusrat Faria) গ্রেফতার হওয়ার ঘটনায় মুখ খুলেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী (Mostofa Sarwar Farooki)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি বলেন, “নুসরাত ফারিয়ার গ্রেফতার আমাদের জন্য বিব্রতকর এক ঘটনা হয়ে থাকলো।”
রোববার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে থাইল্যান্ড যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ। রাজধানীর ভাটারা থানায় দায়ের করা এক হত্যাচেষ্টা মামলায় এই গ্রেফতার করা হয়।
সোমবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ফারুকী বলেন, “আমি সাধারণত আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা বলি না। কিন্তু আমি নিজেও এই ইন্ডাস্ট্রির মানুষ। দুই দিন পর এখানেই ফিরে আসবো। তাই এই ঘটনা নিয়ে চুপ থাকা কঠিন।”
তিনি আরো বলেন, “সরকারের প্রধান কাজ হচ্ছে জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলায় যেসব ব্যক্তি প্রাথমিক তদন্তে সংশ্লিষ্ট নয়, তাদের গ্রেফতার করা হবে না—এই নীতি অনুসরণ করা হচ্ছিল।”
বিমানবন্দরে গ্রেফতার এবং রাজনীতির ছায়া
নুসরাত ফারিয়ার বিমানবন্দরে গ্রেফতার নিয়ে প্রশ্ন তুলেছেন ফারুকী। তিনি লিখেছেন, “ফারিয়ার বিরুদ্ধে মামলাটি দীর্ঘদিন ধরেই ছিল। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সরকারের পক্ষ থেকে গ্রেফতারের উদ্যোগ ছিল না। কিন্তু হঠাৎ করে এয়ারপোর্টে এমন একটি ঘটনা ঘটলো।”
এখানে রাজনৈতিক প্রেক্ষাপটের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ (Abdul Hamid) বিদেশ যেতে গিয়ে কিছু সমস্যা পড়েছিলেন। সেই ক্ষোভ বা ‘ওভার নারভাসনেস’ থেকেই হয়তো ফারিয়ার গ্রেফতারের মতো ঘটনা ঘটেছে। এমন ঘটনা সমর্থনযোগ্য নয়।”
ফারুকী বলেন, “কিছুদিন আগেই ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীকেও একই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। এসব থেকে শিক্ষা নেয়া জরুরি।”
আইনি প্রতিকার ও ভবিষ্যতের বার্তা
ফারুকী আশা প্রকাশ করে বলেন, “আমি বিশ্বাস করি, ফারিয়া আইনি প্রতিকার পাবে। একই সঙ্গে, ভবিষ্যতে এমন ঢালাও মামলাগুলো যেন আরও সংবেদনশীলভাবে হ্যান্ডেল করা হয়, সেই প্রত্যাশা করি।”
তিনি তাঁর পোস্টের উপসংহারে মনে করিয়ে দেন, “আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের মূল দায়িত্ব প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা।”
এদিকে আদালতে তোলার পর নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়েছে এবং তার জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২২ মে।