ব্যারিস্টার সুমনকে জামিন দিতে হাইকোর্টের রুল

রাজধানীর খিলগাঁও ও আদাবর থানায় দায়ের করা পৃথক দুটি হত্যা মামলায় জামিনপ্রাপ্তি নিয়ে হাইকোর্টে প্রশ্নের মুখে পড়েছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন (Syed Sayedul Haque Suman)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার এই দুই মামলায় হাইকোর্ট বুধবার (২১ মে) রুল জারি করেছেন।

বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ থেকে জারি হওয়া রুলে বলা হয়েছে, ব্যারিস্টার সুমনকে কেন জামিন দেওয়া হবে না—তা জানতে চাওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

আদালত সরকারকে আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন। এই রুল জারির বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার সুমনের আইনজীবী জানান, মামলার জামিন আবেদনের পক্ষে আদালতে সুনির্দিষ্টভাবে আইনি অবস্থান তুলে ধরা হয়েছে।

হাইকোর্টে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম লিটন আহমেদ। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও ব্যারিস্টার খুররম শাহ মুরাদ।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় অবস্থানে থাকা ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে রাজধানীর দুটি থানায় হত্যা মামলা দায়ের হয়। এই মামলাগুলোরই জামিন প্রশ্নে এখন হাইকোর্টে চলছে বিচারিক পর্যবেক্ষণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *