রাজনৈতিক অস্থিরতার পেছনে সুপরিকল্পিত ‘ভেতরের শক্তি’ কাজ করছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা (Umama Fatema)। শুক্রবার নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক বিশ্লেষণধর্মী পোস্টে তিনি অভিযোগ করেন, দেশ বর্তমানে কোনও রাজনৈতিক ঐক্যের পথে নেই এবং সেটির ফলেই জাতিকে একটি অস্থিতিশীল অবস্থার মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে।
পোস্টে উমামা লেখেন, “দেশ কোনো ধরনের রাজনৈতিক ঐক্যের পথে নাই। এই ঐক্য ভেঙে গেছে গত সেপ্টেম্বর, অক্টোবরের দিকেই। খোলসটা ছিল একরকমভাবে। বর্তমানে খোলসটাও খুলে পড়ছে তাই অনেকে অবাক হচ্ছে।” তিনি বলেন, সব পক্ষ যদি শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুটা রাজনৈতিক পরিপক্বতা দেখাত, তাহলে অন্তত নির্বাচন পর্যন্ত দেশের স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হতো।
তিনি অভিযোগ করেন, “দেশটা স্ট্যাবল না হতে দেয়ার জন্য অনেক ধরনের ফোর্স ভিতরে সক্রিয় আছে।” এই ‘ভেতরের শক্তি’ কারা, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু না বললেও, তিনি ইঙ্গিত দিয়েছেন যে জুলাই মাসে যেসব রাজনৈতিক শক্তি সংঘাতে জড়িয়ে পড়েছিল, তারাই এখন ‘ক্ষমতা প্রশ্নে অস্থির’ হয়ে পড়েছে। তিনি বলেন, “যেন গোটা দেশটাই একটা খেলামাত্র।”
এখানেই থেমে যাননি উমামা ফাতেমা। বর্তমান পরিস্থিতির জন্য রাজনৈতিক দলগুলোর দূরদর্শিতা ও সংলাপের অভাবকেও দায়ী করেছেন তিনি। তার ভাষায়, “রাজনৈতিক প্রজ্ঞা, ধৈর্য ও টেবিলে ঐক্যমতের রাজনীতিই দেশকে একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে নিতে পারে। কিন্তু হায়! এখন প্রতিটি শক্তিই পরস্পরকে বেইমান, গাদ্দার মনে করে।”
পোস্টের শেষাংশে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus) প্রসঙ্গ টেনে উমামা বলেন, এখন তার জন্য কিছু গোষ্ঠীর ‘হা-হুতাশ’ হাস্যকর। “যখন ঐক্যমতের রাজনীতি করতে হয়, ঐ সময় ভাঙনের রাজনীতি করছেন। আর এখন এসে হা-হুতাশ দেখতে হাস্যকর লাগে।”