ড.ইউনূসের পদত্যাগের সিদ্ধান্তে যা বললেন বিএনপি নেতা আবদীন ফারুক

জাতীয় সংসদ নির্বাচন সময়মতো আয়োজন করে ‘ইতিহাসে স্মরণীয়’ হয়ে থাকার সুযোগ এখনও প্রধান উপদেষ্টার সামনে রয়েছে—এমনটাই মনে করেন জয়নুল আবদীন ফারুক (Zainul Abedin Farroque)। তিনি বলেন, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অস্থিরতা তৈরি হলে তার দায় বর্তাবে বর্তমান অন্তর্বর্তী সরকারের ওপর।

শুক্রবার (২৩ মে) সকালে জাতীয় প্রেসক্লাব (National Press Club)-এ আয়োজিত একটি মুক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ফারুক। ‘জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী’—শীর্ষক এই সমাবেশের আয়োজন করে ‘অপরাজেয় বাংলাদেশ’ নামের একটি সংগঠন।

প্রধান উপদেষ্টাকে সরাসরি উদ্দেশ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “আপনি পদত্যাগ না করে সময়মতো জাতীয় নির্বাচন দিন, যাতে মানুষ আপনাকে মনে রাখে। অন্যথায় ইতিহাস আপনাকে ক্ষমা করবে না।”

তিনি আরও বলেন, যদি উপদেষ্টামণ্ডলীর কেউ স্বেচ্ছায় সরে না দাঁড়ান, তবে প্রধান উপদেষ্টা নিজ দায়িত্বে তাদের অপসারণ করুন। তার মতে, দেশের রাজনৈতিক সংস্কার যেন এমন না হয়, যা ফ্যাসিস্ট গোষ্ঠীকে পুনরায় মাথাচাড়া দেওয়ার সুযোগ করে দেয়।

সমাবেশে ফারুক আরও সতর্ক করেন, সময়মতো অবাধ ও নিরপেক্ষ নির্বাচন না হলে যে অস্থিরতা দেখা দেবে, তার দায়-দায়িত্ব সম্পূর্ণভাবে বর্তমান তত্ত্বাবধায়ক প্রশাসনের কাঁধেই বর্তাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *