মায়ের গড়া ‘সুরভি’তে জোবাইদা রহমান

মা সৈয়দা ইকবাল মান্দ বানু (Syeda Iqbal Mand Banu) প্রতিষ্ঠিত সুবিধাবঞ্চিত শিশুদের সংগঠন ‘সুরভি’তে ফিরে গেলেন জোবাইদা রহমান (Zubaida Rahman)। মঙ্গলবার (২৭ মে) দুপুরে তিনি ধানমন্ডিতে অবস্থিত ‘সুরভি’র কার্যালয়ে যান এবং সেখানে সময় কাটান শিশুদের সঙ্গে।

কার্যালয়ে পৌঁছেই শিশুদের ক্লাসরুমে প্রবেশ করে তিনি তাদের সঙ্গে কথা বলেন, জানেন তাদের পাঠ্য বিষয় ও কার্যক্রম সম্পর্কে। শ্রেণিকক্ষে কৌতূহলী শিশুদের চোখে-মুখে খুশির ঝলকানিতে মুগ্ধ হন জোবাইদা। শুধু শিক্ষা নয়, সুরভির দীর্ঘ পথচলার নানা দিক নিয়েও আগ্রহ দেখান তিনি।

পরবর্তীতে তিনি ‘সুরভি’র ৪০ বছরের কর্মকাণ্ড নিয়ে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন। পাশাপাশি ঘুরে দেখেন তার মায়ের আঁকা কিছু শিল্পকর্ম—যা ছিলো যেন অতীত স্মৃতির জানালা।

জোবাইদা রহমানকে বরণ করে নেন সুরভির নির্বাহী পরিচালক মো. আবু তাহের (Md. Abu Taher) এবং প্রতিষ্ঠানটির শিক্ষক ও কর্মীরা। ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানানোর সেই মুহূর্তে উপস্থিতজনদের চোখে মুখে ছিলো গর্ব ও আবেগ।

উল্লেখ্য, ১৯৭৯ সালে সৈয়দা ইকবাল মান্দ বানু ‘সুরভি’র পথচলা শুরু করেন অবহেলিত শিশু ও নারীদের ক্ষমতায়ন এবং মৌলিক অধিকার রক্ষার প্রত্যয়ে। চার দশকের বেশি সময় ধরে সংগঠনটি চালিয়ে আসছে বৃত্তিমূলক প্রশিক্ষণ, প্রাথমিক স্বাস্থ্যসেবা, সামাজিক সচেতনতা ও নারী উন্নয়নমূলক নানা কর্মসূচি। তার এসব সমাজকল্যাণমূলক অবদানের জন্য তিনি স্বাধীনতা পদকে ভূষিত হন।

সম্প্রতি, ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরেছেন জোবাইদা রহমান। গত ৬ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার (Khaleda Zia) সঙ্গে দেখা করেন তিনি। ২০০৭ সালের এক-এগারোর সময় তারেক রহমান (Tarique Rahman) ও কন্যা জায়মা রহমান (Zaima Rahman)-এর সঙ্গে দেশ ছাড়েন জোবাইদা। এরপর একাধিক মামলায় অভিযুক্ত হয়ে পড়ে তাদের দেশে ফেরা দীর্ঘদিন বন্ধ থাকে। বিরোধী দলের অভিযোগ, ১/১১-এর সেনাসমর্থিত সরকার এবং পরে আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলার জালে তাদের আটকে রেখেছে।

তবে সব রাজনৈতিক জটিলতা ছাপিয়ে, জোবাইদার এই সফর ছিল মূলত স্মৃতিময় এক দিন। মা প্রতিষ্ঠিত সমাজসেবামূলক প্রতিষ্ঠান ‘সুরভি’তে সময় কাটিয়ে, সেই পুরনো আদর্শিক মাটির গন্ধ যেন ফিরে পেলেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *