জাতীয় নির্বাচনে আচরণবিধি চূড়ান্ত: কী করা যাবে, কী করা যাবে না

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘আচরণবিধি-২০২৫’ এর খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (Election Commission)। এই বিধিমালা অনুযায়ী প্রার্থীরা কী করতে পারবেন এবং কী করতে পারবেন না, সে বিষয়ে যুক্ত হয়েছে একাধিক নতুন নির্দেশনা। বৃহস্পতিবার (১৯ জুন) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন (A M M Nasir Uddin) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সপ্তম কমিশন সভায় এ খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

নতুন নির্দেশনা ও বিধিনিষেধ

আবুল ফজল মো. সানাউল্লাহ (Abul Fazl Md. Sanaullah) সভা শেষে সাংবাদিকদের জানান, প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পরিবর্তে ব্যানার ও ফেস্টুন ব্যবহার করার অনুমতি থাকবে। বিলবোর্ড ব্যবহার এবার প্রথমবারের মতো অনুমোদিত হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না এবং সরকারি সুবিধা যেমন সার্কিট হাউজ, ডাকবাংলো ব্যবহারে নিষেধাজ্ঞা থাকবে।

সোশ্যাল মিডিয়া, শব্দদূষণ ও বিদেশি অর্থায়ন

সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারে বিদেশি অর্থায়ন নিষিদ্ধ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কী ধরনের কার্যক্রম করা যাবে, তা স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে।

প্রচারণায় মাইকে শব্দের মাত্রা ৬০ ডেসিবেল সীমায় রাখতে হবে। ভোটারদের জন্য ইন্ট্রোডিউস করা হবে ভোটার স্লিপ। পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

রাজনৈতিক দলের অঙ্গীকারনামা ও প্রার্থীদের দায়বদ্ধতা

প্রথমবারের মতো রাজনৈতিক দল ও প্রার্থীদের কাছ থেকে আচরণবিধি মানার জন্য অঙ্গীকারনামা নেওয়া হবে। ইসি জানিয়েছে, আচরণবিধির গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলের বিধান ‘আরপিও’-তে সংযোজন করা হয়েছে।

শাস্তির বিধান ও নতুন ব্যবস্থা

আচরণবিধি লঙ্ঘনের শাস্তি হিসেবে পূর্বে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা ছিল। এবার তা বাড়িয়ে সর্বোচ্চ দেড় লাখ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। কারাদণ্ডের মেয়াদ ছয় মাসই থাকছে।

যেসব প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে রয়েছেন, তাদের প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর সেই পদ থেকে পদত্যাগ করতে হবে।

কমন প্ল্যাটফর্মে ইশতেহার ঘোষণা

সব প্রার্থীকে এক প্ল্যাটফর্মে ইশতেহার ঘোষণার ব্যবস্থা থাকবে। সংশ্লিষ্ট আসনের রিটার্নিং অফিসারদের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একই দিনে একটি প্ল্যাটফর্ম থেকে নিজেদের ঘোষণাপত্র পাঠ করতে পারবেন।

এইসব নতুন নিয়ম ও বিধিনিষেধ কার্যকর হলে নির্বাচনী প্রচারণায় শৃঙ্খলা ও স্বচ্ছতা আরও বাড়বে বলে আশা করছে কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *