জুলাই নিয়ে তৈরি হচ্ছে ২ টি পূর্নদৈর্ঘ্য চলচিত্র আর ৮ টি শর্ট ফিল্ম : মাহফুজ আলম

জুলাই মাসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও রাজনৈতিক অভিঘাতকে কেন্দ্র করে একাধিক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম (Mahfuz Alam)। নিজের ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেছেন, সরকারিভাবে বরাদ্দ দেওয়া হচ্ছে কোটি টাকার বাজেট—যা দিয়ে জুলাই ও গুম-খুন-নিপীড়নবিষয়ক নানা ঘরানার প্রামাণ্য কাজ নির্মিত হবে। পাঠকদের জন্য তার পুরো বক্তব্যটি হুবহু তুলে ধরা হলো—


মাহফুজ আলমের ফেসবুক পোস্ট
জুলাই নিয়ে চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র

জুলাই নিয়ে দু’টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ৮টি শর্টফিল্ম ও স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র নির্মিত হবে সরকারি অনুদানে।
জুলাই থিমের বাইরেও গত ১৬ বছরে গুম, খুন ও নিপীড়ন নিয়ে আরো একটি পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চিত্র, একটি শর্টফিল্ম এবং একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র নির্মিত হবে সরকারি অনুদানে।
জুলাই নিয়ে পূর্নদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও শর্টফিল্ম নির্মাণের জন্য ৫ কোটি টাকা বিশেষ বরাদ্দের ব্যবস্থা করা হবে এ সপ্তাহে।
জুলাই অভ্যুত্থান নিয়ে ফিল্ম আর্কাইভের উদ্যোগে ২০০ বা তার অধিক প্রামাণ্যচিত্র নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে।
ইতোমধ্যে ডিএফপি থেকে ৯ টি শর্টফিল্ম ও প্রামাণ্যচিত্রের কাজ সম্পন্ন হয়েছে।
বিসিটিআই ৬ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করেছে।
বিটিভি জুলাইয়ের ৩৬ দিনে ৩৬ টি প্রামাণ্যচিত্র প্রচার করবে। এছাড়াও আরো ৪ টি বিশেষ প্রামাণ্যচিত্র বিটিভিতে সম্প্রচারিত হবে।
জুলাইয়ের শহিদদের সালাম
আমরা জুলাইকে ভুলতে দিব না

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *