সাংবাদিক এহসান মাহমুদের বিরুদ্ধে মিথ্যাচার: ‘পরিকল্পিত অপপ্রচার’, বললেন মির্জা ফখরুল

সাংবাদিক ও লেখক এহসান মাহমুদ (Ehsan Mahmud)-কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান ‘মিথ্যাচার’ ও ‘অপপ্রচারের’ তীব্র প্রতিবাদ জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)।
বিএনপি মহাসচিব এক বিবৃতিতে এহসান মাহমুদের বিরুদ্ধে অভিযোগগুলোর নিন্দা জানিয়ে বলেন, “উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মহল সাংবাদিক এহসান মাহমুদের বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে।”

তিনি স্মরণ করিয়ে দেন, “২০২৩ সালের জুলাই মাসে পতিত স্বৈরাচারের আমলে ফ্যাসিস্ট সরকারের চাপে এহসান মাহমুদকে চাকরিচ্যুত করা হয়। তখন তিনি পেশাগত দায়িত্ব পালনে ছিলেন আপসহীন। নির্যাতনের মুখে তাকে দেশত্যাগে বাধ্য করা হচ্ছিল, এবং তখন আমি ব্যক্তিগতভাবে তাকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিই।”

মির্জা ফখরুল আরও জানান, নেত্র নিউজ (Netra News) নামক সুইডেনভিত্তিক একটি সংবাদ সংস্থা এহসান মাহমুদকে নিরাপত্তা ও চাকরির নিশ্চয়তা দেওয়ায় তাকে শেষপর্যন্ত দেশ ত্যাগ করতে হয়নি।

এহসান মাহমুদের গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণের বিষয়টিও তুলে ধরেন বিএনপি মহাসচিব। তার ভাষায়, “জুলাই-আগস্টের পূর্ববর্তী সময় থেকে এহসান মাহমুদ রাজপথে সক্রিয় থেকেছেন, সভা-সেমিনার আয়োজন করেছেন এবং লেখালেখির মাধ্যমে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। তার ভূমিকা ছিল সাহসিকতায় পূর্ণ।”

এই প্রেক্ষাপটে বর্তমান সামাজিক মাধ্যমে চালানো ‘পরিকল্পিত প্রচারণা’কে ‘দুরভিসন্ধিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেই আখ্যা দেন তিনি।
“আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি,”—বিবৃতিতে বলেন মির্জা ফখরুল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *