দ্রুত নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তা নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একমত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সংস্কারকেন্দ্রিক অন্তর্বর্তী সরকারকে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus)-এর সঙ্গে এক ফোনালাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও (Marco Rubio) এই প্রতিশ্রুতি দেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “৩০ জুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলোচনা হয়েছে। আমি সেই সময় সেখানে উপস্থিত ছিলাম। খুব আন্তরিক এবং চমৎকার পরিবেশে কথাবার্তা হয়েছে। তারা জানায় যে, বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়ার প্রতি তাদের সমর্থন রয়েছে এবং যত দ্রুত সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন হোক—এ প্রত্যাশাও তারা ব্যক্ত করেছে।”
তিনি আরও বলেন, “নির্বাচনের প্রসঙ্গ দুপক্ষ থেকেই এসেছে। তারা নির্বাচন নিয়ে জানতে চেয়েছেন এবং আমাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দ্রুততম সময়ের মধ্যেই নির্বাচন আয়োজনে আমরা প্রস্তুত। সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
বাণিজ্য ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা
এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শুল্ক সংক্রান্ত আলোচনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, “আজ ওয়াশিংটনে এ বিষয়ে বৈঠক হবে। আমাদের বাণিজ্য উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেখানে উপস্থিত আছেন।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা বিশ্বাস করি যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক সমাধানে পৌঁছানো সম্ভব হবে এবং এতে দ্বিপক্ষীয় বাণিজ্যে বড় কোনো প্রভাব পড়বে না।”
বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে একটি অংশগ্রহণমূলক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বান দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছে ওয়াশিংটন। সাম্প্রতিক এ ফোনালাপ ও কূটনৈতিক পর্যায়ের কথোপকথনে সেই অবস্থান পুনর্ব্যক্ত হলো।