ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় একটি অবৈধ সীসা কারখানায় অভিযান চালিয়ে তিনজন চীনা নাগরিকসহ ছয়জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদফতর ও উপজেলা প্রশাসনের যৌথ এই অভিযানে ধরা পড়ে এমন এক কারখানা, যেটি পরিবেশের জন্য চরম ঝুঁকিপূর্ণভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল—তাও আবার কোনো অনুমোদন ছাড়াই।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া। অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের পরিদর্শক মো. রাকিবুল হাসান, আশুগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা।
দণ্ডপ্রাপ্তরা হলেন—চীনের ঝানা ইয়াংলিয়াং (৪৪), ঝু শিংলিয়াং (৪১), সান বেনহুয়া (৬৩) এবং বাংলাদেশের মো. ইফতেয়ার সিকদার (৩৩), মো. সোহাগ মিয়া (২৫) ও মো. দিদার (২৬)। এই ছয়জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদফতরের পরিদর্শক রাকিবুল হাসান বার্তা বাজারকে জানান, সোনারামপুর এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে বিনা অনুমতিতে অবৈধ সীসা কারখানা পরিচালনা করে আসছিল। এ কারখানায় সীসা গলানোর সময় ছড়ানো ধোঁয়া ও বর্জ্য স্থানীয় পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছিল। এসব কারখানায় ব্যবহৃত প্রযুক্তি ও নিরাপত্তার অভাবের কারণে আশপাশের এলাকায় বিষক্রিয়াজনিত সমস্যা তৈরি হচ্ছিল বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং অবৈধভাবে পরিচালিত কারখানাটি সিলগালা করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কারখানা পুনরায় চালু হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন কর্মকর্তারা।
পরিবেশ অধিদফতর এবং প্রশাসনের যৌথ এই অভিযান স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়েছে। তবে এলাকাবাসী দাবি করেছেন, শুধু এই একটি কারখানাই নয়, আশপাশে আরও বেশ কয়েকটি অননুমোদিত কারখানা রয়েছে—যেগুলোর বিরুদ্ধেও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।