কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার আলোচিত নেতা ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ (Awami League) নেতা ওমর ফারুক ভূঁইয়ার এক বিতর্কিত ভিডিও নিয়ে এখন তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জুলাই আন্দোলনের একাধিক মামলার আসামি হিসেবে গ্রেফতার হয়ে কিছুদিন আগেই জামিনে মুক্তি পেয়েছেন তিনি। এরপরই ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে তাঁকে মদ্যপ অবস্থায় গাইতে ও নাচতে দেখা গেছে।
৪৮ সেকেন্ডের এই ভিডিওটি ইতোমধ্যেই ফেসবুকে ছড়িয়ে পড়েছে, এবং তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। ভিডিওতে দেখা যায়, ওমর ফারুক গান গাইছেন, আর নেশাগ্রস্ত ভঙ্গিতে নাচছেন। মজার কথা, এসবের পেছনে রয়েছে তার জামিনে মুক্তির ‘উল্লাস’।
সম্প্রতি মিঠামইন থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে তিনি কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হন। পরবর্তীতে উচ্চ আদালত থেকে দুইটি মামলায় জামিন নিয়ে কারামুক্ত হন ওমর ফারুক। জামিনে ছাড়া পাওয়ার পর তার চলাফেরা ও কর্মকাণ্ড আরও বিতর্কিত হয়ে উঠেছে। অভিযোগ উঠেছে, তিনি রাতে বিভিন্ন গ্রামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করছেন, এবং এসব বৈঠকের পর নেশাগ্রস্ত হয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন।
এতেও শেষ নয়। স্থানীয় সূত্র জানায়, তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে অর্থবাণিজ্যের উদ্দেশ্যে সাংবাদিকসহ নিরীহ গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিচ্ছেন। গত ২ জুলাই তিনি স্থানীয় সাংবাদিক গোলাপ ভূঁইয়াসহ ৮ জনের বিরুদ্ধে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই (PBI) কে তদন্তের নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে সাংবাদিকরা তার সঙ্গে কথা বলতে ফোনে যোগাযোগ করলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, “ভাইরাল-সাইরাল আপনারা দেখেন। এসব শুনতে আমি রাজি না”, বলেই ফোন কেটে দেন। তার এই প্রতিক্রিয়াও এখন সামাজিক মাধ্যমে সমালোচনার খোরাক হয়েছে।