‘২০১৩ সালের শাহবাগ আন্দোলন ছিল বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক মব’ — আবুল কালাম আজাদ

২০১৩ সালের শাহবাগ আন্দোলনকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ‘রাজনৈতিক মব’ হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার (Abul Kalam Azad Majumder)। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, ওই সময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিপুল সংখ্যক মানুষ একত্রিত হয়ে সরকারকে আইন পরিবর্তন ও বিচার বিভাগকে রায় পরিবর্তনে বাধ্য করেছিল।

তিনি বলেন, “বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক মব হয়েছিল শাহবাগে, যখন জনগণ ও রাষ্ট্রীয় মহলের সমর্থনে সরকার আইন সংশোধন করতে বাধ্য হয়, এমনকি বিচার বিভাগও তাদের চাপের কাছে নতি স্বীকার করে।” এ বক্তব্যের মধ্য দিয়ে তিনি ঐ আন্দোলনের চরিত্র নিয়ে একটি বিতর্কিত দৃষ্টিভঙ্গি তুলে ধরেন, যা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

আবুল কালাম আজাদ মজুমদার আরও বলেন, ‘মব’ শব্দটি বাংলাদেশে নতুন কিছু নয়। ২০২৩ সালে আইন ও সালিশ কেন্দ্র (Ain o Salish Kendra) এর এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, সে বছর মব লিঞ্চিংয়ে ৫১ জন নিহত হন। ২০২৪ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্তও ৩২ জন নিহত হয়েছেন একইভাবে।

তিনি স্পষ্ট করে বলেন, “আমি এটা বলছি না যে আগেও মানুষ মারা গেছে, তাই এখন হলে ঠিক আছে—না, কোনোভাবেই মব গ্রহণযোগ্য নয়। মব যেই করুক, তা নিন্দনীয়।”

সরকারের দায়িত্বশীল অংশ হিসেবে তিনি বলেন, মব প্রতিরোধে সরকার সর্বদা সক্রিয় থাকার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত কার্যক্রমের তথ্য জানাতে গিয়ে তিনি বলেন, “আজ (শনিবার) সারা দেশে ১,৫৪২ জনকে বিভিন্ন অপরাধে জড়িত থাকার কারণে গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “অনেকে ভাবতে পারেন, পুলিশ নিষ্ক্রিয়, তারা কিছু করছে না। কিন্তু আমরা প্রতিনিয়ত পুলিশের সঙ্গে যোগাযোগ করছি, নিয়মিত তাদের কাছ থেকে কার্যক্রমের হিসাব নিচ্ছি। অনেক সময় নিজেরাও তথ্য চেয়ে নিচ্ছি।”

আবুল কালাম আজাদ মজুমদার এই বক্তব্য দিয়ে মূলত সরকারকে দায়মুক্ত করতেই চেয়েছেন, পাশাপাশি ‘মব’ শব্দটির অতীত ও বর্তমান চিত্রকে যুক্ত করে একটি বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা তুলে ধরেছেন। তবে তার বক্তব্যে ২০১৩ সালের শাহবাগ আন্দোলনকে ‘মব’ হিসেবে আখ্যা দেওয়ায় নতুন বিতর্ক তৈরি হতে পারে বলেই ধারণা বিশ্লেষকদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *