চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রকাশ্য বাজারে এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। আতঙ্কিত জনসমক্ষে ঘটেছে ঘটনাটি, যেখানে হত্যাকারীরা বোরকা পরে এসে সবার চোখের সামনেই গুলি চালায়।
রোববার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে রাউজানের কদলপুর ইউনিয়নের ঈশানভক্ত হাট এলাকায় ঘটে এই রোমহর্ষক ঘটনা। নিহত মো. সেলিম (৪২) স্থানীয়ভাবে বিএনপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তিনি শমসের পাড়ার বাসিন্দা এবং আমির হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঘটনার সময় চারজন বোরকা পরিহিত ব্যক্তি একটি অটোরিকশায় চড়ে বাজারে আসে। সেলিমকে দেখে তারা আচমকা কাছ থেকে মাথায় গুলি করে পালিয়ে যায়। গুলিটি এতটাই কাছ থেকে ছোঁড়া হয়েছিল যে ঘটনাস্থলেই সেলিমের মৃত্যু হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, “ঘটনাটি অত্যন্ত পরিকল্পিত। বোরকা পরে আসা চার হামলাকারী অটোরিকশা ব্যবহার করেছে বলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে নিশ্চিত হয়েছি। কারা এই হত্যাকাণ্ডে জড়িত এবং উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।”
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, নিহত সেলিম ছিলেন বিএনপির শীর্ষ নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী (Gias Uddin Quader Chowdhury)-এর ঘনিষ্ঠ অনুসারী। ফলে রাজনৈতিক শত্রুতার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। তবে ব্যক্তিগত শত্রুতার বিষয়টিও তদন্তে রাখা হয়েছে।
স্থানীয় বাজারে প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। এদিকে, বিএনপির স্থানীয় নেতাকর্মীদের অনেকে দাবি করছেন, এটি ছিল একটি রাজনৈতিক প্রতিশোধমূলক হত্যা, যার মাধ্যমে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করা হচ্ছে।
পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং হত্যাকারীদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে থানা সূত্র।