প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party – NCP) এর সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেছেন, শেখ হাসিনা যদি “টুপ করে” বাংলাদেশে ঢুকে পড়েন, তবে তাকে আমগাছে বেঁধে বিচার করা হবে।
রবিবার (৬ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে আয়োজিত এক পথসভায় এই মন্তব্য করেন তিনি। সেখানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে আসার সম্ভাবনা ও তার দলের অবস্থান নিয়ে তীব্র ভাষায় সমালোচনা করেন।
আখতার হোসেন বলেন, “মাঝে মাঝেই শেখ হাসিনা বাংলাদেশে টুপ করে ঢুকে পড়তে চায়। সে যদি টুপ করে ঢুকে পড়ে, তাকে আমগাছে বেঁধে রাখা হবে। বিচার করা হবে।”
সীমান্ত হত্যা, ভারতের প্রভাব ও ‘নতুন বাংলাদেশ’
পথসভায় ভারতের দিকেও কঠোর সমালোচনার তির ছুড়েন আখতার হোসেন। তিনি বলেন, “দিল্লির সরকার বিএসএফ দিয়ে প্রতিদিন বাংলাদেশের সীমান্তে মানুষ হত্যা করছে। দেশের মানুষ এসব আর সহ্য করবে না।” তাঁর দাবি, এখন থেকে ভারত, চীন বা আমেরিকা কেউই বাংলাদেশকে হুমকি দিয়ে কথা বলতে পারবে না। কারণ, এখন নাকি ‘নতুন বাংলাদেশ’ তৈরি হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের প্রতি অবহেলার অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের আম ও তার গুরুত্ব নিয়েও বক্তব্য রাখেন এনসিপি নেতা। তিনি বলেন, “চাঁপাইনবাবগঞ্জ হলো আমের রাজধানী। কিন্তু বিগত কোনো নেতা কিংবা সরকার এই জেলা নিয়ে বিশ্বের সামনে কিছু করেনি।”
তিনি আরও বলেন, “এখন সেটা আর হবে না। যেসব তরুণ শহীদ হয়েছেন, তারা সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নে প্রাণ দিয়েছেন। সেই স্বপ্ন পূরণ হবেই।”
এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। শেখ হাসিনাকে নিয়ে এমন বক্তব্যের বিরুদ্ধে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে উসকানিমূলক ও অগ্রহণযোগ্য বলেও আখ্যা দিয়েছেন।