ফেব্রুয়ারির নির্বাচন মেনে নিতে রাজি জামায়াত, তবে ‘যেনতেন নয়’: নায়েবে আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে তাদের কোনো আপত্তি নেই, তবে সেটি সুন্দর ও গ্রহণযোগ্য হতে হবে। রোববার (৬ জুলাই) রাজধানীর গুলশানে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (FSDDS) আয়োজিত “জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য” শীর্ষক সংলাপে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

তাহের বলেন, “নির্বাচিত সরকার দেশের বহু সমস্যার সমাধান করতে পারে। আমরা যেনতেন নির্বাচন চাই না—এই বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। যেনতেন নির্বাচন না চাওয়ার মানে এই নয় যে, আমরা নির্বাচনই চাই না।”

তিনি আরও বলেন, “যারা অতীতে এমন নির্বাচন করেছে, তাদের আমরা বাতিল করেছি। এখন চাই, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক।” তাহের স্পষ্ট করে জানান, জামায়াত নির্বাচন চায়, তবে সেটা হতে হবে ‘পিআর পদ্ধতিতে’, যা তাদের দলের একটি ঘোষিত অবস্থান। এতে নির্বাচন বানচাল করার কোনো উদ্দেশ্য নেই বলে দাবি করেন তিনি।

এই সংলাপে অন্যান্য দলগুলোর নেতারাও অংশ নেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি-র সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “বর্তমান নিরাপত্তা পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ একটি জাতীয় নির্বাচন ও একটি নির্বাচিত সরকার গঠন।”

গণ অধিকার পরিষদ-এর সভাপতি নুরুল হক নুর তার বক্তব্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, “সংস্কার ছাড়া হঠাৎ নির্বাচনের পথে হাঁটলে দেশে আবারও গণঅভ্যুত্থান ঘটতে পারে।”

সংলাপে রাজনৈতিক নেতাদের পাশাপাশি নিরাপত্তা বিশ্লেষক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশ নেন এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কার্যকর সংলাপ ও সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *