বসুন্ধরা মিডিয়াকে সরাসরি হুমকি হাসনাত আব্দুল্লাহর: সাংবাদিক নন, ‘টার্গেট মিডিয়া’

রাজশাহীতে সাংবাদিকদের উদ্দেশে হুমকি দিয়ে আলোচনায় আসার পর এবার জাতীয় নাগরিক পার্টির (National Citizen Party – NCP) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ (Hasnat Abdullah) মুখ খুললেন—এবার তার হুমকির নিশানায় দেশের অন্যতম বৃহৎ মিডিয়া হাউজ বসুন্ধরা মিডিয়া (Bashundhara Media)।

রবিবার (৬ জুলাই) রাত ৯টা ৪০ মিনিটের দিকে কালের কণ্ঠ পত্রিকার একটি প্রতিবেদনে কমেন্ট করে তিনি বলেন, ‘সাংবাদিকদের নয়, বসুন্ধরা মিডিয়াকেই হুমকি দিয়েছি।’ এই মন্তব্যের মাধ্যমে সামাজিক মাধ্যমে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর আগে রাত ৮টার দিকে রাজশাহী নগরীর রেলগেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত এনসিপির একটি পদযাত্রায় অংশ নিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন,
‘খুনি হাসিনার পক্ষে বসুন্ধরা মিডিয়া যে ভূমিকা পালন করেছে, আমরা তা ভুলে যাইনি। বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবারও নগ্নভাবে অপরাধের বৈধতা দিতে মাঠে নেমেছেন। তারা আরেকটি এক-এগারো ঘটানোর ষড়যন্ত্র করছেন। জনগণ তা কখনো বরদাশত করবে না।’

হাসনাতের এই মন্তব্যের পরপরই রাজনৈতিক মহলে এবং সাংবাদিক সমাজে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একটি জাতীয় দলের নেতা হয়ে এই ধরনের উগ্র বক্তব্য ও সরাসরি হুমকি গণমাধ্যমের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করছে বলে মত বিশ্লেষকদের।

এছাড়া, বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে “এক-এগারো”র মতো সেনা-পৃষ্ঠপোষকতা সংশ্লিষ্ট অভিযোগ নতুন করে উসকে দেওয়া হয়েছে তার বক্তব্যে—যা অতীতে দেশীয় রাজনীতির চরম অস্থিরতার একটি অধ্যায় হিসেবে বিবেচিত।

এদিকে কালের কণ্ঠের রিপোর্টে কী ধরনের মন্তব্য ছিল যা হাসনাতকে এই প্রতিক্রিয়ার দিকে ঠেলে দিল—তা এখনও স্পষ্ট নয়। তবে কালের কণ্ঠসহ বসুন্ধরা মিডিয়ার অন্যান্য প্রতিষ্ঠান এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সামাজিক মাধ্যমে তার এই প্রকাশ্য হুমকি নিয়েও ইতোমধ্যে নিন্দার ঝড় বইছে। অনেকেই বলছেন, মত প্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের ভূমিকা হুমকির মুখে পড়েছে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কাম্য নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *