‘আসছে তারেক ভাই’—এই শিরোনামে প্রকাশিত নতুন একটি গানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)-এর সম্ভাব্য প্রত্যাবর্তনকে ঘিরে উচ্ছ্বাসের প্রকাশ ঘটেছে। দীর্ঘদিন প্রবাসে থাকা এই নেতার দেশে ফিরে আসার ইঙ্গিতকে ঘিরে দলের ভেতর ও বাইরের নানা মহলে উৎসাহ-উদ্দীপনার আবহ। সংগীতাঙ্গনের মানুষও এবার গান দিয়ে যুক্ত হয়েছেন এই আবেগময় মুহূর্তের সঙ্গে।
গানটি লিখেছেন ফেরারী ফরহাদ, আর কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী মুহিন খান। ‘আসছে তারেক ভাই’ গানটির মোড়ক উন্মোচন হয় গতকাল বিকেলে জাতীয় প্রেস ক্লাব (National Press Club)-এর জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে।
এই অনুষ্ঠানের আয়োজন করে ফ্রিডম আর্টিস্ট সোসাইটি ওয়েলফেয়ার অরগানাইজেশন অব বাংলাদেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল (Bangladesh Jatiyatabadi Sramik Dal)-এর প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
বিশেষ অতিথিদের তালিকায় ছিলেন বিএনপি চট্টগ্রাম বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কণ্ঠশিল্পী মেজবা রহমান, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, পাবনার সাঁথিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন খান পিপিএম এবং ‘ডিফারেন্ট টাচ’ ব্যান্ডের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক মো. সুমন ভূঁইয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তারেক রহমানের রাজনীতির মূল দর্শন হচ্ছে ‘দেশ, মাটি ও মানুষ’। তাঁরা অভিযোগ করেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সরকার তাঁকে দেশে ফিরতে দিচ্ছে না। তবে এবার ফিরছেন তিনি—এই বার্তা নিয়ে গানটি তৈরি করা হয়েছে।
গানটি নিয়ে উপস্থিত নেতাকর্মীদের মাঝে দেখা গেছে আবেগের ছাপ। অনেকেই বলেন, ‘এই গানটি তারেক রহমানের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ, পাশাপাশি আন্দোলনের অংশও বটে।’ রাজনৈতিক আবেগকে সাংস্কৃতিক মাধ্যমে রূপ দেওয়ার এই প্রচেষ্টা বিএনপির মধ্যে নতুন মাত্রা যোগ করেছে।