চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করার যে নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus), তার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)। নির্বাচন নিয়ে এ ধরনের উদ্যোগকে ‘অত্যন্ত ইতিবাচক’ আখ্যা দিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন ফখরুল। অনুষ্ঠানটি আয়োজন করে বিএফইউজে ও ডিইউজে।
বিএনপি চায় অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন
ফখরুল বলেন, “আমাদের দাবি, আগামী নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়। এ বিষয়ে ড. ইউনূসের নির্দেশনা অত্যন্ত সময়োপযোগী এবং উৎসাহব্যঞ্জক।”
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচন শুধু সময়মতো আয়োজন করলেই হবে না, সেটা যেন সবার অংশগ্রহণে হয় এবং মানুষের আস্থা ফিরে আসে, সেটাও জরুরি।
সীমান্ত হত্যা নিয়ে উদ্বেগ
আলোচনায় অন্তর্বর্তী সরকারকে সীমান্ত হত্যা প্রসঙ্গে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বানও জানান ফখরুল। তার ভাষায়, “সীমান্তে মানুষ মারা যাচ্ছে, এটা কোনোভাবেই স্বাভাবিক বিষয় নয়। সরকারকে এর সুরাহা করতে হবে।”
মার্কিন শুল্ক আরোপে পোশাক খাত ‘ঝুঁকিতে’
আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্ক আরোপ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ফখরুল বলেন, “মার্কিন ৩৫ শতাংশ শুল্ক আরোপে পোশাক শিল্প কার্যত শুয়ে পড়বে। এটি আমাদের অর্থনীতির জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে। সরকারকে অবশ্যই মনোযোগ দিয়ে এ বিষয়ে কাজ করতে হবে।”
বিএনপি মহাসচিবের মতে, সরকার এই সংকটময় অবস্থায় যদি দূরদর্শিতা না দেখায়, তাহলে দেশের অর্থনীতি ও রাজনীতির ভবিষ্যৎ হুমকিতে পড়বে।