দুর্নীতির মামলায় অর্থনীতিবিদ আবুল বারাকাত গ্রেপ্তার

অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত (Abul Barakat)–কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (Dhaka Metropolitan Detective Police)। বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমণ্ডির ৩ নম্বর সড়কের নিজ বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম (Nasirul Islam)।

ডিবি কর্মকর্তা জানান, আবুল বারাকাতের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক – ACC) একটি মামলা করেছে। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, গ্রেপ্তারের সময় বারাকাত বাসাতেই অবস্থান করছিলেন। ধানমণ্ডির বাসায় বৃহস্পতিবার রাতেই অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।

জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে, যা পরে দুদকের তদন্তের আওতায় আসে।

ডিবি সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে মামলাটি এখন তদন্তাধীন এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হবে। আদালতে তোলা হলে তার রিমান্ড চাওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে সংস্থাটি।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রাথমিক তদন্তে বারাকাতের বিরুদ্ধে সরকারি অর্থের অপব্যবহার ও ক্ষমতার অপপ্রয়োগের প্রমাণ পাওয়া গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *