জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party)–এর আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি এখন মুজিববাদের ‘নতুন পাহারাদার’ হিসেবে আবির্ভূত হয়েছে। শুধু তাই নয়, তিনি আরও বলেন, দলটি এখন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের একটি শক্ত ঘাঁটি হয়ে উঠেছে।
সোমবার (১৪ জুলাই) পটুয়াখালীতে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’র ১৪তম দিনের কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।
পটুয়াখালীর সার্কিট হাউজ চত্বর থেকে এই বর্ণাঢ্য পদযাত্রার সূচনা হয়। পদযাত্রাটি শহরের নিউ মার্কেট, নতুন বাজার, লঞ্চঘাট, পুরান বাজার, বনানী ও তিতাস মোড় হয়ে আবার সার্কিট হাউজ চত্বরে গিয়ে শেষ হয়। এরপরে শহীদ হৃদয় তরুয়া স্কয়ারে অনুষ্ঠিত হয় একটি কেন্দ্রীয় সমাবেশ, যেখানে এনসিপির শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, “বিএনপি এখন এমন অবস্থানে চলে গেছে, যেখানে তারা জনগণের নয়, বরং একদল চাঁদাবাজ ও সন্ত্রাসীদের সুরক্ষা দিতে ব্যস্ত। তার চেয়েও উদ্বেগজনক হচ্ছে—তারা এখন মুজিববাদের নামেও রাজনীতি করতে চাচ্ছে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, নেতা নাসিরউদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
দলীয় নেতারা সমাবেশে আরও বলেন, “জনগণ আজ হতাশ। আওয়ামী লীগ মুজিববাদের নামে স্বৈরশাসন কায়েম করেছে, আর বিএনপি সেই স্বৈরতন্ত্রকে টিকিয়ে রাখার রাজনৈতিক ছাতা হয়ে উঠেছে।”