“রাজাকারের বাচ্চা”রা সমালোচনা করেন, রাজনীতি করার অধিকার অস্বীকার কইরেন না

কথা থেকে কথা বাড়ে। সমালোচনা করুন, কিন্তু রাজনীতি করার অধিকার কাউকে অস্বীকার করবেন না। সাংবাদিক নাজমুল আহসান (Nazmul Ahsan), যিনি বর্তমানে ব্লুমবার্গে কর্মরত, ফেসবুকে একটি গুরুত্বপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন রাজনৈতিক পরিসরে সহনশীলতা ও সম্মান বজায় রাখার আহ্বান জানিয়ে।

তিনি লিখেছেন:

“রাজাকারের বাচ্চা”রা খুবই আক্রমণাত্মক একটা স্লোগান। ইনসেন্ডিয়ারি এসব স্লোগানের মধ্য দিয়ে একজন সহ-নাগরিকের রাজনৈতিক এজেন্সি ও অধিকারকে অস্বীকার করা হয়। বিএনপির যারা আছেন, এগুলো বন্ধ করার উদ্যোগ নেন। পোলাপানকে এই ট্যাগ না দিয়ে পারলে জামায়াতকে বলেন তাদের রাজাকারি নীতি ও কান্ডের জন্য ক্ষমা চাইতে। সেটা তো পারবেন না। একসময় তাদের সঙ্গে ঘুরছেন, এক পাতে খাইছেন।
এখন ২০-২৫ বছর বয়সী একটা ছেলেকে রাজাকারের বাচ্চা বললে, এগুলোর প্রভাব হবে সুদূরপ্রসারী। সমালোচনার মধ্যে পড়লে যদি ডেলেজিটিমাইজ করার উদ্যোগ নেয়া হয়, তাহলে পরিস্থিতি দাঁড়ায়: এসপার অথবা ওসপার।
একই কথা পোলাপানের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি যদি বলেন, বিএনপি আর আওয়ামী লীগ এক, তাদেরকে একইভাবে প্রত্যাখ্যান করতে হবে, তাইলে সেটা প্রপোরশনাল হলো না। আপনি বিএনপিকে দেশের বৈধ রাজনৈতিক শক্তি হিসেবেই স্বীকার করছেন না। সে কেন আপনাকে আদর করবে? সেও আপনাকে ডি-লেজিটিমাইজ করবে।
কথা থেকে কথা বাড়ে। সমালোচনা করেন, রাজনীতি করার অধিকার অস্বীকার কইরেন না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *