জুলাই মাসজুড়ে দেশব্যাপী চলমান পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (National Citizens’ Party) বা এনসিপির কেন্দ্রীয় প্রতিনিধি দল এখন বরিশাল বিভাগে অবস্থান করছে। এই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাতে (১৪ জুলাই) তারা পরিদর্শন করেন বরিশালের খ্যাতনামা চরমোনাই দরবার শরীফ।
দলের আহবায়ক নাহিদ ইসলাম-এর নেতৃত্বে এনসিপির কেন্দ্রীয় নেতারা দরবার শরীফে পৌঁছালে তাদের আন্তরিকভাবে স্বাগত জানান ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের। সঙ্গে ছিলেন দলের সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরীয়াতুল্লাহসহ জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ।
পরবর্তীতে চরমোনাই দরবার শরীফের গুরুত্বপূর্ণ আলেম ও ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম সৌজন্য সাক্ষাতে মিলিত হন এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে। সেখানে পারস্পরিক মতবিনিময় হয়, এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়।
এই বৈঠকের শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফয়জুল করীম ও নাহিদ ইসলাম। তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, পারস্পরিক সম্পর্ক এবং ইসলামী মূল্যবোধের গুরুত্ব নিয়ে বক্তব্য দেন।