পাবনার ঈশ্বরদীতে এক রাজনৈতিক সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। বিএনপি (BNP) নেতার কারামুক্তিকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনায় মিছিলে অংশ নেওয়ার সময় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন মহিলা দলের নেত্রী আমেনা খাতুন (৪৫)।
সোমবার (১৪ জুলাই) দুপুর ২টার দিকে ঈশ্বরদী পৌর শহরের পুরাতন বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। নিহত আমেনা খাতুন সলিমপুর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী ছিলেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুল নুর।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ২০ বছর পর কারামুক্ত হয়ে এলাকায় ফিরে আসেন দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন। তাঁর মুক্তিকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে সমর্থকদের মধ্যে। তুহিনকে সংবর্ধনা জানাতে পুরাতন বাস টার্মিনালে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন।
সেই সমাবেশে আমেনা খাতুনের নেতৃত্বে মহিলা দলের কর্মীসহ কয়েকশ নারী মিছিল করে পৌঁছান। স্লোগানে উত্তাল সেই মিছিলের একপর্যায়ে হঠাৎ করে মাথা ঘুরে মাটিতে পড়ে যান আমেনা। সঙ্গে সঙ্গে তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আ স ম আব্দুল নুর (A S M Abdul Noor) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (স্ট্রোক) তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দলীয় সূত্র বলছে, আমেনা খাতুন দলের একজন নিবেদিতপ্রাণ নেত্রী ছিলেন। রাজনীতির ময়দানে তিনি ছিলেন পরিচিত মুখ। তাঁর এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে অনেকে বলছেন, প্রচণ্ড গরম, দীর্ঘ সময় মিছিল এবং অতিরিক্ত উত্তেজনা হয়তো মৃত্যুর পেছনে ভূমিকা রেখেছে। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিকিৎসা প্রতিবেদন এখনো প্রকাশ হয়নি।