তীব্র উত্তেজনা আর অনিশ্চয়তার আবহে বরিশাল থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (National Citizen Party)–এর আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম (Nahid Islam) এবং কেন্দ্রীয় নেতারা। বুধবার সকাল পৌনে ১১টার দিকে বরিশাল সার্কিট হাউজ থেকে তারা কোটালীপাড়া হয়ে গোপালগঞ্জের পথে রওয়ানা দেন।
এদিকে, গোপালগঞ্জে নির্ধারিত পথসভাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় আগে থেকেই টানটান উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে সদর উপজেলার ঘাটিয়াগড় চরপাড়া এলাকায় উত্তেজনার বিস্ফোরণ ঘটে, যখন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীরা পুলিশের একটি টহল দলকে লক্ষ করে হামলা চালায়। হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনার পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে।
গত তিন দিন ধরে এনসিপির কেন্দ্রীয় নেতারা বরিশালে অবস্থান করে টানা পদযাত্রা কর্মসূচিতে অংশ নেন। বুধবার সকাল সাড়ে ৭টায় নাস্তা শেষ করে তারা গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সকাল ১১টার মধ্যেই গোপালগঞ্জে পৌঁছানোর কথা থাকলেও, বাস্তবে তারা বরিশাল ত্যাগ করেন সকাল পৌনে ১১টায়।
এই যাত্রায় নাহিদ ইসলামের পাশাপাশি ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও জ্যেষ্ঠ সদস্য সচিব ডা. তাসনিম জারা। সূত্র জানায়, কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বিদায় জানান এনসিপির বরিশাল জেলার প্রধান সমন্বয়ক আবু সাইদ মূসা। তিনি বলেন, “নেতৃবৃন্দ সকাল পৌনে ১১টার দিকে সার্কিট হাউজ থেকে রওয়ানা দিয়েছেন।”
বর্তমানে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে, তবে স্থানীয়দের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা এখনো কাটেনি। পথসভা ঘিরে রাজনৈতিক সংঘর্ষের শঙ্কা এড়াতে প্রশাসনকে বাড়তি সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে।