গোপালগঞ্জে ছাত্রলীগ-আওয়ামী লীগসহ স্থানীয়দের সাথে এনসিপি নেতা কর্মীদের সংঘর্ষ ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা যখন চরমে, তখন মুখ খুলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (Asif Mahmud Sajib Bhuiyan)। বুধবার (১৬ জুলাই) রাতের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি কড়া ভাষায় মন্তব্য করেন—“আজ অনেকের মুখোশ উন্মোচিত হয়েছে।”
আসিফ মাহমুদ বলেন, ‘দেখুন কিভাবে নিষিদ্ধ সন্ত্রাসীদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপকে কিছু লোক সাধারণ সমর্থকদের মানবাধিকার লঙ্ঘন হিসেবে উপস্থাপন করছে। এটি স্পষ্টভাবে মুজিববাদী সন্ত্রাসীদের পক্ষে বয়ান তৈরির রাজনীতি।’
তিনি আরও বলেন, “আজ অনেকের মুখোশ খুলে গেছে। এদের চিনে রাখাটা আগামী দিনের রাজনীতির বোঝাপড়ার জন্য খুব জরুরি।”
পোস্টে আসিফ মাহমুদ মুজিববাদী রাজনীতির মধ্যে দুটি ধারার কথা উল্লেখ করেন, যারা এই ধরণের সহিংসতাকে একপ্রকার আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বলে তিনি মনে করেন।
-
রক্ষীবাহিনী ধারা—যাদের গোপালগঞ্জে অস্ত্র ও ককটেল হাতে সরাসরি সহিংসতায় অংশ নিতে দেখা গেছে।
-
কালচারাল ও ইন্টেলেকচুয়াল ধারা—যারা এই সহিংসতার নেপথ্য শক্তিকে ভিক্টিম বানিয়ে জনমত গড়তে চেষ্টা করছে। তাদের কেউ অর্থের বিনিময়ে, কেউ মুজিববাদী সাংস্কৃতিক চেতনার ‘ফার্মে’ বেড়ে ওঠা বলেও অভিযোগ আনেন তিনি।
রাজনৈতিক বয়ান নির্মাণের এই প্রবণতাকে তিনি ‘বিপজ্জনক মোড়’ বলে আখ্যা দিয়ে বলেন, “এটা কেবল রাজনৈতিক সংকট নয়, এটা নৈতিক ব্যর্থতারও প্রতিচ্ছবি।”
গোপালগঞ্জে সংঘর্ষের পর থেকে পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। এই পটভূমিতে আসিফ মাহমুদের এই বক্তব্য নতুন করে আলোড়ন তুলেছে রাজনৈতিক বিশ্লেষক মহলে।