গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দেশজুড়ে জামায়াতের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (National Citizens’ Party)–এর গোপালগঞ্জে আয়োজিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে ছাত্রলীগ ও আওয়ামী লীগ (Awami League) নেতাকর্মীদের হামলার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী (Jamaat-e-Islami)। বুধবার (১৬ জুলাই) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, “ফ্যাসিবাদী ছাত্রলীগের সন্ত্রাসীরা এনসিপির নেতাকর্মীদের ওপর নৃশংস হামলা চালিয়েছে। তাদের গাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এমনকি গোপালগঞ্জের পুলিশ সুপারের (এসপি) অফিসেও হামলার অভিযোগ উঠেছে। এতে এনসিপির বহু নেতাকর্মীসহ সাধারণ মানুষ আহত হয়েছেন। অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করা হয়েছে।”

তিনি বলেন, “পতিত স্বৈরাচারের দোসর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এই বর্বর সন্ত্রাসের নিন্দা জানাই। সরকারের মদদেই এসব হামলা ও সহিংসতা ঘটানো হয়েছে।”

এই হামলার প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।

দলের কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, “সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। এই লক্ষ্যেই আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *