গোপালগঞ্জ সংঘর্ষে গুলিবিদ্ধ দুইজনকে নিয়ে আসা হয়েছে ঢামেকে

গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান উত্তেজনার মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন আরও এক যুবক। আহত যুবকের নাম রমজান মুন্সী (Ramzan Munshi), বয়স ২৮, তিনি পেশায় একজন অটোরিকশা চালক। বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত পৌনে ১২টার দিকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (Dhaka Medical College Hospital) এর জরুরি বিভাগে ভর্তি করা হয়।

এর আগে একই দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় আরও একজন যুবক, সুমন বিশ্বাস (Sumon Biswas), ২০, ঢামেকে ভর্তি হন। তিনি একটি পানির কোম্পানির কর্মচারী ছিলেন বলে জানা গেছে।

রমজান মুন্সী গোপালগঞ্জ সদরের থানাপাড়া এলাকার মৃত আকবর মুন্সীর ছেলে। অন্যদিকে সুমন বিশ্বাসের বাড়ি একই উপজেলার পাচুরিয়া গ্রামে, পিতা সুশীল বিশ্বাস।

আহত রমজানের ভাই ইমরান মুন্সী জানান, দুপুর আড়াইটার দিকে তার ভাই রিকশা নিয়ে যাচ্ছিলেন, তখনই গুলির শব্দ শুনে থেমে যান। হঠাৎ একটি গুলি তার ডান হাতের কব্জির ওপর দিয়ে ঢুকে ডান পাশের বগলে গিয়ে আটকায়। ওই গুলি এখনো শরীরের ভেতরেই রয়েছে। পরে প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতে ঢামেকে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপালগঞ্জ থেকে সন্ধ্যায় সুমন এবং রাতে রমজান নামে দুই গুলিবিদ্ধ যুবককে জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসকেরা তাদের উভয়কেই ভর্তি করেছেন। আমরা সংশ্লিষ্ট থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *