গোপালগঞ্জে আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় আহত ৪৫ পুলিশ

গোপালগঞ্জে সহিংস পরিস্থিতির মধ্যে সরকারি বাহিনী ও সংবাদমাধ্যম কর্মীদের ওপর চালানো হয়েছে হামলা। আওয়ামী লীগ (Awami League) এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ (Chhatra League) নেতাকর্মীদের সংঘবদ্ধ হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৪৫ জন পুলিশ সদস্য। আহত হয়েছেন একাধিক সাংবাদিকও।

এই তথ্য উঠে এসেছে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে জমা দেওয়া জেলা পুলিশের এক বিস্তারিত প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়, বর্তমানে গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এর আগের দিন, অর্থাৎ বুধবার, পরিস্থিতি ছিল ভয়াবহ।

প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং উত্তেজিত জনতাকে শান্ত থাকার আহ্বান জানায়। তবে উত্তপ্ত জনতা এ আহ্বানে সাড়া না দিয়ে বরং পুলিশ ও সেনা সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এরপর শুরু হয় দেশীয় অস্ত্রসহ সশস্ত্র হামলা।

হামলার মূল লক্ষ্য ছিল নিরাপত্তা বাহিনী ও এনসিপি (NCP)-র নেতাকর্মীরা। সেইসঙ্গে হামলা চালানো হয় গোপালগঞ্জ জেলা কারাগার ও অন্যান্য সরকারি স্থাপনাতেও।

সংঘর্ষে চারজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন প্রায় ৪৫ জন পুলিশ সদস্য এবং একাধিক সাংবাদিক। এ ঘটনায় জেলা জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এসব হামলা পূর্ব পরিকল্পিতভাবে চালানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। সাধারণ জনগণকে ঘর থেকে বের না হতে এবং কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *