সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়ে চলমান আলোচনা ও মতবিরোধের মধ্যে নতুন একটি স্পষ্ট অবস্থান জানালো বিএনপি (BNP)। দলটি জানিয়েছে, দ্বিকক্ষবিশিষ্ট সংসদে উচ্চকক্ষ গঠনের পক্ষে তাদের নীতিগত অবস্থান থাকলেও, যদি ঐকমত্য কমিশন (Consensus Commission) নিজেরা স্বতঃপ্রণোদিত হয়ে উচ্চকক্ষ বাতিলের প্রস্তাব দেয়, তাহলে তারা এর বিরোধিতা করবে না।
গত বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)। বৈঠক সূত্র জানায়, উচ্চকক্ষ নিয়ে চূড়ান্ত ঐকমত্য না হলে এর প্রস্তাব বাতিল হলে বিএনপি বাধা দেবে না।
বৈঠকে আলোচনায় উঠে আসে, বিএনপি ৩১ দফার আলোকে দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রস্তাব দিলেও তা ‘জনগণের স্বার্থ ও কার্যকারিতা বিবেচনায়’ই ছিল। কিন্তু পিআর (Proportional Representation) পদ্ধতিতে ভোটভিত্তিক আসন বণ্টনের বিরোধিতায় দল অনড়।
স্থায়ী কমিটির সদস্যরা মনে করেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সমাজের গুণীজনদের অংশগ্রহণের জন্য উচ্চকক্ষের প্রয়োজনীয়তা থাকলেও তা নিয়ে দলীয় ও জাতীয় ঐকমত্য না হলে প্রস্তাবটি নিজেরাই প্রত্যাহার করুক কমিশন—এটাই হবে গ্রহণযোগ্য পথ। বিএনপির এক সিনিয়র নেতা বলেন, ‘যদি কমিশন নিজে থেকেই বাতিলের সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা এর বিরোধিতা করবো না।’
উল্লেখ্য, সাম্প্রতিক সংলাপে উচ্চকক্ষ গঠনের প্রক্রিয়া ও সদস্য নির্বাচনের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক মতভেদ দেখা দেয়। একপক্ষ চায় সরাসরি নির্বাচিত প্রতিনিধি, আবার অনেক দল পিআর পদ্ধতির পক্ষে। অন্যদিকে বিএনপি চায় নিম্নকক্ষের আসনসংখ্যার অনুপাতে উচ্চকক্ষের আসন বণ্টন হোক, যাতে জনগণের বাস্তব প্রতিনিধি হিসেবে গুণীজনদের অংশগ্রহণ নিশ্চিত হয়।
কমিশন ইতিমধ্যেই জানিয়েছে, আগামী সপ্তাহে উচ্চকক্ষ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। তবে বিএনপির এই অবস্থানের ফলে যদি কমিশন সিদ্ধান্ত নেয় উচ্চকক্ষ আপাতত বাতিলের—তাহলে রাজনৈতিক বিরোধিতার মুখে পড়তে হবে না বলেই ধারণা করা হচ্ছে।