এনসিপিসহ ১৬ নতুন রাজনৈতিক দল ইসির প্রাথমিক যাচাইয়ে উত্তীর্ণ

নিবন্ধন পাওয়ার লক্ষ্যে আবেদন করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ মোট ১৬টি নতুন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক যাচাই-বাছাই পর্যায় পেরিয়ে গেছে। তবে এখনো তাদের নিবন্ধন নিশ্চিত হয়নি—মাঠ পর্যায়ে বিস্তারিত যাচাই-বাছাই শেষে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

গত ২০ এপ্রিল নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করেছিল ইসি। পরে ৪৬টি দলের অনুরোধে আবেদন করার সময়সীমা বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করা হয়। বর্ধিত এই সময়ে মোট ১৪৭টি দল আবেদন করে, যার মধ্যে তিনটি দল একাধিকবার আবেদন জমা দেয়।

প্রাথমিক যাচাই-বাছাইয়ে ইসি দেখতে পায়, প্রতিটি দলের আবেদনপত্রে কোনো না কোনোভাবে প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি আছে। ফলে কমিশন ১৫ দিনের সময়সীমা নির্ধারণ করে দলগুলোকে নথি সম্পূর্ণ করার জন্য চিঠি পাঠায়। ওই সময়ের মধ্যে ৮০টি দল কাগজপত্র জমা দেয়। বাকি দলগুলোর মধ্যে ছয়টি দল অতিরিক্ত সময় না চেয়ে বাদ পড়ে, আর বাকিরা অতিরিক্ত সময়ের আবেদন করে।

উল্লেখ্য, Representation of the People Order (আরপিও) অনুযায়ী ২০০৮ সাল থেকে দেশে রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া চালু করে ইসি। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *