জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (National Citizens’ Party)–এর ফেনীর সোনাগাজী উপজেলা শাখা থেকে পদত্যাগ করেছেন দুই নেতা। পদত্যাগপত্র হাতে না পৌঁছালেও তাদের ব্যক্তিগত ফেসবুক পোস্টেই বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র।
১৮ জুলাই রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া স্ট্যাটাসে এনসিপির সদ্যঘোষিত সোনাগাজী উপজেলা কমিটির নির্বাহী সদস্য মো. ইসমাইল হোসাইন এবং পৌর এলাকার আলাউদ্দিন পদত্যাগের ঘোষণা দেন। ফেসবুকে প্রকাশিত পোস্টে তারা স্পষ্টভাবে উল্লেখ করেন, দলীয় কমিটিতে তাদের অন্তর্ভুক্ত করার আগে কোনো রকম আলোচনা কিংবা সম্মতি নেওয়া হয়নি।
আলাউদ্দিন তার স্ট্যাটাসে বলেন, “আমার সম্মতি না নিয়েই আমাকে কমিটিতে রাখা হয়েছে। আমি কোনো রাজনৈতিক দলে নেই। তাই ব্যক্তিগত কারণে পদত্যাগ করলাম।” অন্যদিকে, ইসমাইল হোসাইন নিজের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে স্পষ্ট ভাষায় বলেন, “আমি বিএনপি (BNP) পরিবারের মানুষ। অতীতে বহু মামলা-হামলার শিকার হয়েছি। এনসিপির সঙ্গে আমার কোনো পূর্বসখ্যতা বা কর্মসূচিতে অংশগ্রহণ নেই। আমাকে না জানিয়ে কমিটিতে রাখা হয়েছে—সেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে সরে দাঁড়ালাম।”
পদত্যাগের এই ঘটনাটি ঘটে সোনাগাজী উপজেলার ২০ সদস্যবিশিষ্ট এনসিপি কমিটি ঘোষণার মাত্র এক মাসের মাথায়। গত ২০ জুন আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণার পর, কিছু কর্মসূচিতেও ওই দুই নেতাকে দেখা গিয়েছিল।
এ বিষয়ে এনসিপির সোনাগাজী উপজেলা সহকারী সমন্বয়কারী মোশাররফ হোসেন বলেন, “কমিটি গঠনের পর সবাইকে নিয়ে কর্মসূচি পালন করেছি। আমরা ফেসবুকে পদত্যাগের স্ট্যাটাস দেখেছি ঠিকই, তবে তারা এখনো আমাদের কাছে লিখিত বা মৌখিকভাবে কিছু জানাননি।”
এনসিপির কেন্দ্রীয় কিংবা জেলা পর্যায় থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ফেসবুক-ভিত্তিক পদত্যাগের এই ধরণে স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।